জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার কাকভোরে অনশনমঞ্চ থেকে পুলিস জোরজবরদস্তি করে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যায়। বিহারের পাটনায় গান্ধী ময়দানে 'আমরণ' অনশনে বসেছিলেন জন সুরাজ দলের নেতা এবং প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনা এমস হাসপাতালেও। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'প্রশান্ত এবং তাঁর সমর্থকদের গান্ধী ময়দান থেকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের আদালতে হাজির করানো হবে।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: HMPV Virus in India: এবার তিন মাসের শিশু! HMPV ভাইরাসের দ্বিতীয় কেস দেশে, আতঙ্কে...


উল্লেখ্য, ৭০তম বিপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন একাংশ চাকরিপ্রার্থীরা। তার ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি ওঠে। কিন্তু প্রথম থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কমিশন। তাদের দাবি, কোনরকমের প্রশ্নপত্র ফাঁস হয়নি। সমস্ত জায়গায় সমস্ত রুল মেনে, পরীক্ষা নেওয়া হয়েছে।


চাকরিপ্রার্থীদের সেই আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়েছিল। তাই শুরু থেকেই শরব হয়েছিলেন তিনি। এমনকি প্রশান্ত কিশোর আরও অভিযোগ করেন বহুদিন সময় ধরেই বিহারের বহু পরীক্ষায় এইভাবেই কারচুপি বা দুর্নীতি হয়ে আসছে। সব জেনেও সরকার চুপ। রাজ্যের নানা প্রান্তে পরীক্ষা বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন প্রশান্ত। পাশাপাশি বহু শিক্ষাবিদ এবং বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। যেহেতু প্রশান্ত প্রথম দিন থেকেই এই আন্দোলনের অন্যতম মুখ। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নানান উস্কানিমূলক কথা বলেছেন। 


আরও পড়ুন: HMPV Virus in India: শেষরক্ষা হল না, ভারতেও থাবা চিনের মারাত্মক ভাইরাসের! এবার...


পুলিসের অভিযোগ, অনুমতি ছাড়াই গান্ধী ময়দানে জমায়েত করেছিল। সেখান থেকেই উস্কানিও দিয়েছিলেন তিনি। পুলিস মামলা রুজু করলেও চুপ করেননি তিনি। আন্দোলনের পরিসর আরও বেড়ে যায়। সেই মতন ২'রা জানুয়ারি থেকে অনশন শুরু করেছিলেন তিনি। সোমবার ছিল অনশনের পঞ্চম দিন। অভিযোগ, কোনরকমের সতর্কতা ছাড়াই পুলিস টানতে টানতে প্রশান্ত কিশোরকে এ্যাম্বুলেন্সে তোলে। সঙ্গে গ্রেফতার হয়েছেন বেশকিছু সমর্থকেরা। এর মাঝে গত ২৯ ডিসেম্বর রাতে গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে লাঠিচার্জ করেছিল পুলিশ। পিকে ওই জমায়েতে ছিলেন।


প্রথম থেকেই আন্দোলন নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিহার সরকার। কমিশন বারবার অস্বীকার করেছে। প্রতিবাদীদের উপর লাঠিচার্জ থেকে ধ্বস্তাধস্তি এবং ধরে নিয়ে যাওয়া। এই মত পরিস্থিতিতে এই আন্দোলনের দিক কোনদিকে যায় সেটাই এখন দেখার বিষয়। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)