HMPV Virus in India: শেষরক্ষা হল না, ভারতেও থাবা চিনের মারাত্মক ভাইরাসের! এবার...

Bengaluru | HMPV: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ইতোমধ্যেই জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি আট মাস বয়সী শিশুর এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত। যা দেশের মধ্যে প্রথম।

Updated By: Jan 6, 2025, 10:36 AM IST
HMPV Virus in India: শেষরক্ষা হল না, ভারতেও থাবা চিনের মারাত্মক ভাইরাসের! এবার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ৫ বছর পরে ফের এক ভয়ংকর ভাইরাসের ভ্রুকুটি। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এবং ফের সেই চিন। ফলে চিন্তায় পড়েছে সে দেশের সরকার। নতুন এই ভাইরাসের নাম-- 'হিউম্যান মেটানিউমো ভাইরাস', সংক্ষেপে-- এইচএমপিভি (hmpv)। ইতোমধ্যেই জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি আট মাস বয়সী শিশুর এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত। যা দেশের মধ্যে প্রথম। শহরের উত্তরাঞ্চলের জনপ্রিয় ব্যাপ্টিস্ট হাসপাতালে মামলাটি নজরে আসে। রাজ্য স্বাস্থ্য বিভাগ যদিও স্পষ্ট করেছে যে তারা তাদের ল্যাবে নমুনা পরীক্ষা করেনি। 

স্বাস্থ্য বিভাগের সূত্র থেকে জানিয়েছে, 'রিপোর্টটি এক প্রাইভেট হাসপাতাল থেকে এসেছে। এবং আমাদের প্রাইভেট হাসপাতালের পরীক্ষা নিয়ে সন্দেহ করার কোন কারণ নেই।' এই ভাইরাস সাধারণত ১১ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শনাক্ত করা হয়। সূত্র আরও জানা গিয়েছে, এটি কোন ভাইরাসের স্ট্রেন আমরা এখনও জানি না, কারণ চিনে শনাক্ত করা ভাইরাসটির স্ট্রেন কী সে সম্পর্কে আমাদের কাছে ডেটা নেই।

আরও পড়ুন:East Medinipur: স্ত্রীর গলার নলি কেটে খুন স্বামীর! শ্বশুরবাড়িকে পুড়িয়ে ছাই করল উত্তেজিত গ্রামবাসীরা...

অন্যদিকে, চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে। প্রতিটি হাসপাতালে লম্বা লাইন পড়েছে অসুস্থদের। জানা গিয়েছে, এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদি হচ্ছে। এর সঙ্গে 'ইনফ্লুয়েঞ্জা এ', 'মাইকোপ্লাজমা নিউমোনিয়া'-সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সব দিক খতিয়ে দেখে চিনে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিনপিং সরকার। 

উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry on Human Metapneumovirus) তরফে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, 'হু'-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। ওই বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতে এর সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি। একদিন যেতে না যেতেই ভারতে প্রথম সংক্রমণের খবর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.