HMPV Virus in India: এবার তিন মাসের শিশু! HMPV ভাইরাসের দ্বিতীয় কেস দেশে, আতঙ্কে...
Second Case of HMPV in India: আট মাসের শিশুর পর এবার আক্রান্ত এক তিন মাসের শিশু।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কর্ণাটকে HMPV-তে আক্রান্ত দুটি কেস শনাক্ত করেছে। দুজনের মধ্যে কেউই বিদেশ যাত্রা করেনি বলে জানা গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিনেই দুই আক্রান্ত। আট মাসের শিশুর পর এবার আক্রান্ত এক তিন মাসের শিশু। জানা গিয়েছে, শিশুটি ব্রঙ্কোপনিউমোনিয়া রোগ নিয়ে বেঙ্গালুরুর ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি হয়। সেখানেই পরীক্ষা করার পর জানা যায় যে, সে HMPV-তে আক্রান্ত। যদিও, দুজনের মধ্যে কেউই বিদেশ যাত্রা করেনি বলে জানা গিয়েছে। ভারতে দুজনের আক্রান্ত খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিআইবি।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কর্ণাটকে HMPV-তে আক্রান্ত দুটি কেস শনাক্ত করেছে। ইতোমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত উপলব্ধ নজরদারি চ্যানেলগুলির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ICMR সারা বছর ধরে HMPV সঞ্চালনের প্রবণতা ট্র্যাক করতে থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে চলমান ব্যবস্থাগুলিকে আরও জানাতে চিনের পরিস্থিতি সম্পর্কে সময়োপযোগী আপডেট সরবরাহ করছে।
আরও পড়ুন:HMPV Virus in India: শেষরক্ষা হল না, ভারতেও থাবা চিনের মারাত্মক ভাইরাসের! এবার...
হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কফ উঠতে পারে। এর পাশাপাশি গলায় ব্যথা, জ্বর, কোনও কোনও ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কারও যদি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা অ্যাজমা থাকে তাহলে তা বেড়ে যেতে পারে।
করোনার মতোই এটি ছড়ায় হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে। কোনও রোগীর সংস্পর্শে এলে, তার সঙ্গে হাত মেলালে, হাতের মাধ্যমে মুখ বা চোখে ভাইরাস গেলে। পাঁচ বছরের কম বয়সি বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে। ৬৫ বছরের বেশি বয়সী মানুষরা। যদি এদের মধ্য়ে অন্য কোনও কো মরবিডিটি থাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)