পাকিস্তান নয়, আরেক পড়শি দেশেও সার্জিক্য়াল স্ট্রাইকের `নায়ক` Bipin Rawat
৪০ মিনিটের অভিযানে ৩৮ জন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা
নিজস্ব প্রতিবেদন: ২০১৬-র ১৮ সেপ্টেম্বর। জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে নাশকতা চালায় পাক মদতপুষ্ট ৪ জঙ্গি। শহিদ হন ভারতীয় সেনার ১৯ জওয়ান। এর বদলা নিতে অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেন ভারতের জওয়ানরা। কোনও হতাহত ছাড়াই সন্ত্রাসদমন অভিযান চালিয়ে দেশে ফেরেন তাঁরা।
সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর শহিদ ১৯ জওয়ানের রক্তের বদলা নিতে ওই সার্জিক্য়াল স্ট্রাইকের (Surgical Strike) কৌশল রচিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, সেনাপ্রধান দলবীর সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়া কয়েকজন সেনা আধিকারক ওই সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical Strike) বিষয়ে জানতেন। যাঁদের মধ্যে অন্যতম বিপিন রাওয়াত (Bipin Rawat)। সেনা সূত্রে খবর, ২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইকে (Surgical Strike) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)।
কেবল ২০১৬ নয়, ২০১৫-র এক সার্জিক্য়াল স্ট্রাইকেও (Surgical Strike) সামনে থেকে নেতৃত্ব দেন বিপিন রাওয়াত (Bipin Rawat)। জঙ্গি দমনে সিদ্ধহস্ত ছিলেন রাওয়াত। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা নেন তিনি। তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন ছিল মায়ানমারের NSCN-K জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। রাওয়াতের তত্ত্ববধানে ভারতীয় সেনার ডিমাপুর বেস থেকে ওই অভিযান চলে। সেনার প্রায় ৭০ জন কম্যান্ডর ওই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ৪০ মিনিটের অভিযানে নাগা জঙ্গি গোষ্ঠীর ৩৮ জন সন্ত্রাসীকে খতম করেছিল ভারতীয় সেনা (Indian Army)। এর আগে মণিপুরের চান্দেল এলাকায় ভারতীয় সেনার ১৮ জন জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। তার বদলা নিতেই ওই সন্ত্রাসদমন অভিযান চালায় সেনা ।
আরও পড়ুন: IAF Helicopter Crash: দুর্ঘটনার কবলে Bipin Rawat, জানুন অত্যাধুনিক রুশ Mi-17V5-এর খুঁটিনাটি
আরও পড়ুন: সন্ত্রাস দমনে চূড়ান্ত দক্ষ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ; কে এই Bipin Rawat?