IAF Helicopter Crash: দুর্ঘটনার কবলে Bipin Rawat, জানুন অত্যাধুনিক রুশ Mi-17V5-এর খুঁটিনাটি

গন্তব্যের মাত্র ১০ কিলোমিটার আগে ভেঙে পড়ে রাশিয়ায় তৈরি বায়ুসেনার ওই কপ্টার

Updated By: Dec 8, 2021, 04:19 PM IST
IAF Helicopter Crash: দুর্ঘটনার কবলে Bipin Rawat, জানুন অত্যাধুনিক রুশ Mi-17V5-এর খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর কুন্নুর থেকে সুলুর যাওয়ার পথে উটির কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি Mi-17V5 হেলিকপ্টার। ওই কপ্টাকে ছিলেন চিফ অব আর্মি স্টাফ(CDS) বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা,সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিক সহ মোট ১৪ জন। এদের মধ্যে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে অসমর্থিত সূত্রে খবর উদ্ধার হয়েছে ১১ জনের দেহ।

সেনা সূত্রে খবর মারাত্মক আহত হয়েছেন বিপিন রাওয়াত। গন্তব্যের মাত্র ১০ কিলোমিটার আগে ভেঙে পড়ে রাশিয়ায় তৈরি বায়ুসেনার ওই কপ্টার। এটির ডানা ছাড়া আর সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জেনে নিন রাশিয়ায় তৈরি বায়ুসেনার এই কপ্টার সম্পর্কে বিস্তারিত

## যে কোনও আবহাওয়ার উড়তে সক্ষম এই Mi-17V5 কপ্টার। সেনাবাহিনীর ট্রান্সপোর্ট কপ্টার হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে এই কপ্টারটির।

## রাশিয়ায় তৈরি Mi-17V5 কপ্টারটিরে সেনা জওয়ান, মালপত্র, যন্ত্রপাতি পরিবহণের কাজে ব্যবহার করা হয়। 

## Mi-17V5 কপ্টারটির বাইরের ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় মালপত্র।

##  সেনাবাহিনীর এই কপ্টারটির প্রধান কাজ হল এয়ার ড্রপ। মাটিতে থাকা কোনও টার্গেটে আঘাত করা ও আহতদের তুলে আনা।

##  Mi-17V5 কপ্টারে বহন করা যায়স রকেট, কামান ও ছোট অস্ত্র।

##  রাত, দিন যে কোনও সময়ে অপারেশন চালাতে পারে Mi-17V5

আরও পড়ুন-IAF Chopper Crashed LIVE: সেনা কপ্টারের দুর্ঘটনা নিয়ে কিছুক্ষণেই সংসদে বক্তৃতা রাজনাথ সিংয়ের

##   স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে এই কপ্টারটি যে কোনও পাহাড়ি ও মরুভূমির মতো উত্তপ্ত এলাকায় হামলা চালাতে সক্ষম।

## Mi-8/17 সিরিজের সবচেয়ে টেকনিক্যালি উন্নত এই কপ্টার।

##  ২০০৮ সালে রুশ কোম্পানি Rosoboronexport ভারতে সঙ্গে একটি চুক্তিতে সাক্ষর করে। ঠিক হয় ৮০টি Mi-17V5 কপ্টার ভারতকে সরবারহ করবে রাশিয়া। ওই বরাত অনুযায়ী সবকটি কপ্টার ভারতে আসে ২০১১-২০১৩ সালের মধ্যে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.