দিল্লিতে হারলে কিরণ বেদীকেই কাঠগড়ায় দাঁড় করাবে বিজেপি: কেজরিওয়াল

বাক যুদ্ধে জমে উঠেছে দিল্লির প্রাক নির্বাচনী প্রচার। গতকাল প্রায় একই সময় দিল্লির কৃষ্ণনগরে দিল্লির নির্বাচনী প্রচারে জমা গেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীপদ প্রার্থী কিরণ বেদী। আম আদমি পার্টির সমাবেশে প্রত্যাশিতভাবেই বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিলেন কেজরিওয়াল। বললেন, দিল্লিতে নিজেদের হার সম্পর্কে মোটামুটি নিশ্চিত বিজেপি। তাই কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে যারা, যাতে হেরে যাওয়ার পর পুরো দোষটাই এই প্রাক্তন আইপিএস অফিসারের উপর চাপিয়ে দেওয়া যায়।

Updated By: Jan 21, 2015, 10:09 AM IST
 দিল্লিতে হারলে কিরণ বেদীকেই কাঠগড়ায় দাঁড় করাবে বিজেপি: কেজরিওয়াল

নয়া দিল্লি: বাক যুদ্ধে জমে উঠেছে দিল্লির প্রাক নির্বাচনী প্রচার। গতকাল প্রায় একই সময় দিল্লির কৃষ্ণনগরে দিল্লির নির্বাচনী প্রচারে জমা গেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীপদ প্রার্থী কিরণ বেদী। আম আদমি পার্টির সমাবেশে প্রত্যাশিতভাবেই বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিলেন কেজরিওয়াল। বললেন, দিল্লিতে নিজেদের হার সম্পর্কে মোটামুটি নিশ্চিত বিজেপি। তাই কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে যারা, যাতে হেরে যাওয়ার পর পুরো দোষটাই এই প্রাক্তন আইপিএস অফিসারের উপর চাপিয়ে দেওয়া যায়।

তবে কিরণ বেদীকেও আক্রমণের পথ থেকে সরেননি আপ সুপ্রিমো, এই সমাবেশে তিনি বলেন ''কিরণজী, আপনি জানেনই না দিল্লির সাধারণ মানুষ কী চায়। যান ওদের সঙ্গে গিয়ে কথা বলুন , বোঝার চেষ্টা করুন ওদের সমস্যা।''

অন্যদিকে, গতকাল দিল্লিতে বিজেপির মূলকার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মী, সমর্থকরা। একজন 'বহিরাগত'-কে মুখ্যপন্ত্রী পদপ্রার্থী করায় প্রতিবাদ করেন তাঁরা।

বিজেপির এই দলীয় কোন্দলকেই নিজেদের ইউএসপি করতে চাইছে আপ। কেজরিওয়াল বলেছেন ''একদিকে আপ মানুষের মনে আশা জাগাচ্ছে, অন্যদিকে, বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া চালাচ্ছে, হিংসা ছড়াচ্ছে।''  

কেজরিওয়ালের অভিযোগ লোকসভা ভোটের পর একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কথা দিয়েছিল বিদ্যুতের দাম ৩০% কমানোর। উল্টে বেড়েছে ১৫%। এর সঙ্গেই কালো টাকার প্রশ্নেও বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি, বলেছেন ''বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে দুর্নীতি বেড়েছে। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে বিদেশে গচ্ছিত কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিল ওরা...ওরা সারা দেশের কাছে মিথ্যে বলছে।''

অন্যদিকে এই কৃষ্ণনগরেই অপর এক সমাবেশে কিরণ বেদী বলেছেন ''অতীতের ভুল আর দিল্লি করবে না। আমি চেয়েছিলাম ডঃ হর্ষ বর্ধন দিল্লির মুখ্যমন্ত্রী হন। কোনও সমস্যা হলেই আমি ওনার সাহায্যপ্রার্থী হব।''

কিরণ বেদীর দাবি দিল্লি পুলিস আধিকারিকরা ভীষণভাবে তাঁকে মুখ্যমন্ত্রীর পদে চাইছেন।

 

.