নিজস্ব প্রতিবেদন: নিজের বাড়ির কাছেই জঙ্গিদের গুলিতে খুন হলেন জম্মু ও কাশ্মীরের এক বিজেপি নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথামিক রিপোর্টে জানা গিয়েছে বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিল ভূপিন্দর সিং নামে ওই বিজেপি নেতা।  বুধবার সন্ধে পৌনে আটটা নাগাদ তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন-বিদেশি লগ্নিতে জোড়া প্রকল্প রাজ্যে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 


নিরাপত্তার কারণে তাঁকে ২ জন দেহরক্ষী দেওয়া হয়েছিল প্রশাসন থেকে। বুধবার খাগ থানায় তিনি তার নিরাপত্তারক্ষীদের ছেড়ে দেন। তারপর শ্রীনগরের আলুচিবাগে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যান।


বাদগাম পুলিসের তরফে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। এনিয়ে পুলিসকে কিছুই জানাননি ভূপিন্দর। গ্রামে নিজের বাড়িতে ঢোকার মুখেই তাঁকে ঘিরে ধরে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


আরও পড়ুন-অসাংবিধানিক ভাবে পাস হয়েছে কৃষি বিল; সাক্ষর করবেন না, রাষ্ট্রপতির কাছে দরবার বিরোধীদের


এ বছর রাজনৈতিক নেতাদের একাধিকবার নিশানা করেছে জঙ্গিরা। গত ৬ অগাস্ট কাজিগুন্ডে সরপঞ্চ সাজ্জাদ আহমেদকে গুলি করে মারে জঙ্গিরা। গত জুলাই মাসে বিজেপি নেতা সেখ ওয়াসিম বারিকে তাঁর বাবা ও ভাই-সহ বান্দিপোরায় খুন করে জঙ্গিরা।