ধর্ষণ রুখতে মেয়েদের ভদ্র ব্যবহার ও নীতিশিক্ষা দিন মা-বাবা: BJP বিধায়ক
থরসের মতো ঘটনায় মহিলাদেরই কার্যত কাঠগড়ায় তুলেছেন সুরেন্দ্র।
নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের মতো ঘটনা এড়াতে ছোট থেকে মেয়েদের দিতে হবে নীতিজ্ঞান। যোগী-মোদীর অস্বস্তি বাড়িয়ে এমন নিদানই দিলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর কথায়,''সরকারের ধর্ম নিরাপত্তা দেওয়া। তবে অভিভাবকরাও দায়িত্ব এড়াতে পারেন না। ছোট থেকে মেয়েদের সংস্কার দিতে হবে মা-বাবাদের। শেখাতে হবে ভদ্র ব্যবহার।''
রাম রাজ্যে ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে। কী বলবেন আপনি? বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন,''দেখুন সাংবাদিক মহাশয়, আপনারা তো এসব প্রশ্ন করবেনই। আমি বিধায়ক, শিক্ষকতাও করেছি। নীতিশিক্ষাই রুখতে পারে এই ঘটনা। সুশাসন ও তরোয়াল দিয়ে রোখা যাবে না।'' হাথরসের মতো ঘটনায় মহিলাদেরই কার্যত কাঠগড়ায় তুলেছেন সুরেন্দ্র। তাঁর অভিমত, মা-বাবাকেই মেয়েদের শালীনতার শিক্ষা দিতে হবে। ছোট থেকে নীতিশিক্ষা দিতে হবে।
সুরেন্দ্র বলেন,''সকল মা-বাবাদের উচিত, নিজের যুবতী মেয়েদের ভদ্র ব্যবহার শেখানো উচিত। তাঁদের নীতিবোধ থাকা দরকার। সরকারের ধর্ম আছে, তবে পরিবারও নিজের কর্তব্য থেকে মুখ ফেরাতে পারে না। সরকারের ধর্ম নিরাপত্তা দেওয়া, পরিবারের ধর্ম মেয়েদের সংস্কারী করে তুলুন। সরকার ও সংস্কারই দেশকে সুন্দর করে তুলবে। অন্য কোনও রাস্তা নেই আর।''
#WATCH Incidents like these can be stopped with help of good values, na shashan se na talwar se. All parents should teach their daughters good values. It's only the combination of govt & good values that can make country beautiful: Surendra Singh, BJP MLA from Ballia. #Hathras pic.twitter.com/47AmnGByA3
— ANI UP (@ANINewsUP) October 3, 2020
অন্যদিকে, রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পরই যোগী আদিত্যনাথ সিবিআই নির্দেশের দিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জোর গলায় বলেছেন, কোনওভাবেই অভিযুক্তদের রেয়াত করা হবে না। আর তারপরই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও নির্যাতিতার পরিবারের তরফে অবিলম্বে জেলাশাসককে বরখাস্ত করার দাবি তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, পুলিস মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে।
আরও পড়ুন- হাথরসে অভিযুক্তদের সমর্থনে সভা বিজেপি নেতার, কাঠুয়া, উন্নাওয়ের পুনরাবৃত্তি!