মহারাষ্ট্রে ত্রিশঙ্কু বিধানসভায় এগিয়ে বিজেপি। হরিয়ানায় মোদী ঝড়, কংগ্রেসের দুর্দশা অব্যাহত-LIVE RESULT

 পঞ্চমুখী লড়াইয়ে কি বড়সড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা? অন্যদিকে, হরিয়ানায় কি তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পারবে ভূপিন্দর সিং হুডা সরকার?

Updated By: Oct 19, 2014, 06:21 PM IST

 

ওয়েব ডেস্ক: অটুট রয়েছে মোদী ম্যাজিক? চলছে তারই গণনা। মহারাষ্ট্র আর হরিয়ানার বিধানসভা ভোটের ফলঘোষণা আজ। শিবসেনার সঙ্গে পঁচিশ বছরের জোট ভেঙে কি মহারাষ্ট্রের ক্ষমতার লাগাম নিজেদের হাতে নিতে পারবে বিজেপি? নাকি এনসিপির হাত ছেড়েও মারাঠা রাজ্য দিয়েই ঘুরে দাঁড়াতে শুরু করবে কংগ্রেস? পঞ্চমুখী লড়াইয়ে কি বড়সড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা? অন্যদিকে, হরিয়ানায় কি তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে পারবে ভূপিন্দর সিং হুডা সরকার? নাকি গদি ফের একবার যেতে চলেছে ওমপ্রকাশ চৌতালাদের দখলে? বুথ ফেরত সমীক্ষা অবশ্য দুই রাজ্যেই এগিয়ে রাখছে বিজেপিকে।

মহারাষ্ট্র বিধানসভা- ২৮৮ আসন (বিজেপি এগিয়ে+জয়ী -১২১টিতে,শিবসেনা এগিয়ে+জয়ী- ৬৩টিতে, কংগ্রেস এগিয়ে+জয়ী-৪১টিতে, এনসিপি-এগিয়ে+জয়ী-৪১টিতে, এমএনএস-২টি, অন্যান্য-২০টিতে)

হরিয়ানা বিধানসভা- ৯০ আসনে। (বিজেপি এগিয়ে+জয়ী-৪৭টি আসনে, আইএনএলডি এগিয়ে+জয়ী-১৯টি আসনে, কংগ্রেস এগিয়ে+জয়ী-১৫টি, এইচজিসি-২টি আসনে,অন্যান্য-৭টি আসনে)

LIVE UPDATE:

সন্ধ্যা ৬টা-বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠক শুরু হতে চলেছে।

বিজেপিকে অভিনন্দন জানাল কংগ্রেস। সঙ্গে দলের পক্ষ থেকে বলা হল হরিয়ানা, মহারাষ্ট্রে বদল চেয়েছে।

দেশে মোদী ঝড় চলছে, জয় প্রসঙ্গে বললেন বিজেপি সভাপতি অমিত শাহ।

মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপিকে বাইরে থেকে সমর্থন করা হবে, বলে ইঙ্গিত দিল এনসিপি।

প্রয়াত বিজেপি নেতা গোপিনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা পারলি কেন্দ্র থেকে জয়ী হলেন। কারাদ দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চৌহানের বিরুদ্ধে পরজাতি হলেন ডিওয়াই পাটিলের ছেলে শিবসেনার আজিঙ্কা পাটিল

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি মানিকরাও ঠাকরে।

মহারাষ্ট্র বিধানসভায় এই প্রথম তিন সংখ্যায় পৌঁছল বিজেপি।

দুপুর ১২.১৫-সরকার গড়তে আগ বাড়িয়ে শিবসেনার কাছে সাহায্য চাওয়া হবে না বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতারা।

দুপুর ১২টা- মহারাষ্ট্রে সরকার গড়ার তোড়জোড় জোর কদমে। দফায় দফায় বৈঠকে বিজেপি নেতারা

১১টা ৩৫: মহারাষ্ট্রের নাগপুর দক্ষিণ পশ্চিম কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রধান দেবেন্দ্র ফরনবিস।

১১টা ২০:   মহারাষ্ট্রে জোট হতে পারে। এন সিপি ও বিজেপি জোট হওয়ার সম্ভাবনা। ভোট রায় যাচ্ছে সে দিকেই। তবে প্রকাশ জাভরেকর জানিয়েছেন তাঁর দিক শরদ পাওয়ারের সঙ্গে হাত মেলাবে না। +

১১টা ১০:   কংগ্রেসের প্রবীণ নেতা নারায়ণ রানের হার। কুডাল কেন্দ্র থেকে হার হয়েছে রানের।

১০টা ৫০:   ইঙ্গিত যেগিকে গরাচ্ছে তা দেখে মনে হচ্ছে ১১০ টি আসন পেতে পারে বিজেপি। ফলে ১৪৪ ম্যাজিক ফিগারে পৌঁছতে জোট গড়ার সম্ভাবনাই উজ্জ্বল হচ্ছে ক্রমশ।

১০টা ২০:   সকাল ১০টা ২০। ধীরে ধীরে স্পষ্ঠ হতে শুরু করেছে মহারষ্ট্রের রায়। সমস্ত শরিকদের নিয়ে বিজেপি এগিয়ে ১১৫ টি আসনে। শিব সেনা এগিয়ে রয়েছে ৬১টিতে। কংগ্রেস ও এন সি পি জোট এগিয়ে ৪৬ ও ৪৫ টি আসনে। রাজ ঠাকরের এম এন এস তিনটি আসনে এগিয়ে রয়েছে মাত্র। অন্যান্যরা এগিয়ে ১৮টিতে।

৯টা ৫০:  মহারাষ্ট্রে জমি নরম হচ্ছে বিজেপির। ৯টা ৫০ এর রায় (২৮৮/২৮৮): বিজেপি ১২১, শিব সেনা ৬২, কংগ্রেস ৪৫, এন সি পি ৩৯, এম এন এস ৩, অন্যান্য ১৮।

৯টা ৪৭: শিব সেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত নেবেন উদ্ধব ঠাকরে।

৯টা ৪০:   মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে বিজেপি।  মুখ্যমন্ত্রী কে হবেন তা সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।

৯টা ২০:  মহারষ্ট্রে যে সকল বিজেপি প্রার্থীরা এগিয়ে- রাম কুদাম (ঘাটকোপার পশ্চিম), প্রকাশ মেহতা (ঘাটকোপার পূর্ব), পঙ্কজ মুন্ডা (পারলি), সুনীল দেশমুখ (অমরাবতী), দেবেন্দ্র ফাডনাভিস (নাগপুর দক্ষিন-পশ্চিম), বিনোদ তাওয়েদে (বরিওয়ালি)।

৯টা ১৫: মহারাষ্ট্রের সকাল ৯টার রায়- (২৮৭/২৮৮): বিজেপি -১৩৫, শিব সেনা ৬৫, কংগ্রেস ৪২, এন সি পি ৪০, এম এন এস ৩, অন্যান্য ২।

৯টা ০৫: হরিয়ানার সকাল ৯টার রায়- (৯০/ ৯০) : বিজেপি ৫১। আই এন এল ডি ২০, কংগ্রেস ১৫, HJCBL ৪, অন্যান্য ০

৮টা ৫০:  পিছিয়ে রয়েছেন কংগ্রেসের বড় নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান ও নারায়ণ রানে পিছিয়ে রয়েছেন।

৮টা ১১:  হরিয়ানায় বিজেপি এগিয়ে দুটি আসনে। INLD এগিয়ে  একটি আসনে।

৮টা ১০:  মহারাষ্ট্রের প্রথম দিনের প্রথম ইঙ্গিত (৬/২৮৮): বিজেপি ৩, শিব সেনা ১, কংগ্রেস ১, এনসিপি ১।

৮টা ০৫: মহারাষ্ট্রের ২৬৯ স্থানে চলছে ভোট গণনা।

সকাল ৮টা: মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু।

 

.