আগামী মাসেই জম্মু-কাশ্মীরে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন, দিনক্ষণ ঘোষণা শীঘ্রই

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর ওই নির্বাচনকে সরকারের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল

Updated By: Sep 11, 2019, 12:00 PM IST
আগামী মাসেই জম্মু-কাশ্মীরে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন, দিনক্ষণ ঘোষণা শীঘ্রই

নিজস্ব প্রতিবেদন: সরকারিভাবে জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হচ্ছে ৩১ অক্টোবর। তার আগেই রাজ্যে পঞ্চায়েত বা ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন করিয়ে নিতে চায় সরকার। সংবাদমাধ্যমের খবর আগামী ২-৩ দিনের মধ্যেই হতে পারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা।

আরও পড়ুন-2022 FIFA World Cup Qualifiers: দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিল ভারত

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর ওই নির্বাচনকে সরকারের কাছে অ্যাসিড টেস্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ নির্বাচন করাতে পারলেই রাজ্য স্বাভাবিক রয়েছে বলে প্রমাণ করতে পারবে সরকার। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রশাসন তাহলে রাজ্যের আটক নেতাদের কি মুক্তি দেবে প্রশাসন? উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর পঞ্চায়েতিরাজ আইন ১৯৮৯ অনুযায়ী ব্লক ডেভলপমেন্ট কাউন্সিল হল পঞ্চায়েতের দ্বিতীয় ধাপ।

আরও পড়ুন-কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত JMB মডিউলের সদস্যরা? STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

গত বছর উপত্যকার রাজনৈতিক দলগুলি বয়কট করার পরও কড়া নিরাপত্তায় জম্মু ও কাশ্মীরি পঞ্চায়েত নির্বাচন করে প্রশ্ন। তাতে নির্বাচন করা হয় বেশ কয়েকজন সরপঞ্চকে। জুলাইয়ে জম্মু ও কাশ্মীর সফরে রাজ্যের সরপঞ্চদের সঙ্গে সাক্ষাত করেন অমিত শাহ। রাজ্যের উন্নয়নের জন্য তিনি ৩৭০০ কোটি টাকা দেওয়ার কথাও জানিয়ে যান।

.