‘কংগ্রেসের হাতেও রক্ত লেগে রয়েছে’, দলের বিরুদ্ধেই বিস্ফোরক সলমন খুরশিদ

এতদিন বিরোধীরা ‌যা বলতো এবার সেইটা দলের বিরুদ্ধে বললেন বরিষ্ট কংগ্রেস নেতা সলমন খুরশিদ। কোনও রাখঢাক না করে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলে দিলেন, কংগ্রেসের হাতে লেগে রয়েছে মুসলিমদের রক্ত। স্বাভাবিকভাবেই এনিয়ে দলে চাপা গুঞ্জন শুরু হয়েছে।

Updated By: Apr 24, 2018, 03:04 PM IST
‘কংগ্রেসের হাতেও রক্ত লেগে রয়েছে’, দলের বিরুদ্ধেই বিস্ফোরক সলমন খুরশিদ

নিজস্ব প্রতিবেদন: এতদিন বিরোধীরা ‌যা বলতো এবার সেইটা দলের বিরুদ্ধে বললেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। কোনও রাখঢাক না করে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলে দিলেন, কংগ্রেসের হাতে লেগে রয়েছে মুসলিমদের রক্ত। স্বাভাবিকভাবেই এনিয়ে দলে চাপা গুঞ্জন শুরু হয়েছে।

কেন হঠাৎ এমন মন্তব্য সলমনের? মঙ্গলবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে সলমন বলেন, ‘আমাদের হাতেও রক্ত লেগে রয়েছে। দলের নেতা হিসেবে সেই রক্ত আমার হাতেও লেগে রয়েছে।’

আরও পড়ুন-অপহরণের পর গণধর্ষণ, ফের ধর্ষকদের লালসার শিকার স্কুল পড়ুয়া

উল্লেখ্য, সলমন খুরশিদকে প্রশ্ন করা হয়, ‘হাসিমপুরা, মালিয়ানা, মেরঠ, মুজাফফরনগর, মোরাদাবাদ, ভাগলপুর, আলিগড়ের মতো জায়গায় মুসলিম বিরোধী দাঙ্গা হয়েছে। বাবরি মসজিদের তালা খোলা ও বাবরি ধ্বংস কংগ্রেসের আমলেই হয়েছে। এর দায় কি কংগ্রেসের নেই?’ ওই প্রশ্নের উত্তরেই দলের বিরুদ্ধে বাস্তব কথাটি বলে ফেলেন খুরশিদ।

আরও পড়ুন-৫ বিজেপি শাসিত রাজ্যের জন্য পিছিয়ে পড়ছে ভারত, বিস্ফোরক মন্তব্য নীতি আয়োগের চেয়ারম্যানের

ওই মন্তব্য নিয়ে কোনও ভাবেই পিছু হঠতে রাজি নন সলমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আগে ‌যা বলেছি তা সারা জীবন বলব। একজন মানুষ হিসেবে ওই মন্তব্য করেছি।’ 

.