ভোগান্তির শেষে অবশেষে উঠল অসমের রেল অবরোধ

Updated By: Oct 24, 2016, 05:11 PM IST
ভোগান্তির শেষে অবশেষে উঠল অসমের রেল অবরোধ

টানা ৯ ঘণ্টার ভোগান্তির শেষে অবশেষে উঠল অসমের বাসুগাঁওয়ের রেল অবরোধ। অল বরো স্টুডেন্টস  ইউনিয়নের এই অবরোধের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা উত্তর পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে  আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, নিউ কোচবিহার এক্সপ্রেস, রাজধানী -সহ একের পর এক ট্রেন আটকে পড়ায় পরিস্থিতি সামলাতে  ময়দানে নামে প্রশাসন। পৃথক রাজ্যের দাবিতে এই  রেল অবরোধের ডাক দেয় আবসু ।

আরও পড়ুন- দেশের সব খবর

উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া পৌছানোর আশ্বাস দেওয়ায় উঠে যায় অবরোধ।  কিন্তু অবরোধের জেরে দীর্ঘ সময় ভুগতে হয় আটকে পড়া রেলযাত্রীদের।

.