বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু-কাশ্মীর
বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু-কাশ্মীর। ব্যস্ত শ্রীনগরের রাস্তা থেকে উদ্ধার হল শক্তিশালী আইইডি। সিআরপিএফ জওয়ানরা এই আইইডি উদ্ধার করেন।
![বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু-কাশ্মীর বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু-কাশ্মীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/21/45465-kashmir21-11-15.jpg)
ওয়েব ডেস্ক: বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল জম্মু-কাশ্মীর। ব্যস্ত শ্রীনগরের রাস্তা থেকে উদ্ধার হল শক্তিশালী আইইডি। সিআরপিএফ জওয়ানরা এই আইইডি উদ্ধার করেন।
বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌছে আইইডি নিষ্ক্রিয় করে। চার থেকে পাঁচ কিলো ওজনের এই শক্তিশালী আইইডি উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারতীয় সেনার তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরের স্থানীয় এবং প্রশিক্ষিত যুবকদের কাজে লাগাচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি। দিনদিন হিংসা বাড়ছে। ফলে ব্যস্ত লোকালয়ে এই আইইডি উদ্ধারে নড়েচড়ে বসেছে সেনা।