আডবাণীর যাত্রাপথে পাইপ বোমা মিলল মাদুরাইতে

এক যুগ পর ফের লালকৃষ্ণ আডবাণীর সফর ঘিরে সন্ত্রাসের প্রত্যাবর্তন তামিলনাড়ুতে! শুক্রবার দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই শহরের অনতিদূরে আলমপট্টি গ্রামে উদ্ধার হয়েছে একটি পাইপ বোমা।

Updated By: Oct 28, 2011, 01:12 PM IST

এক যুগ পর ফের লালকৃষ্ণ আডবাণীর সফর ঘিরে সন্ত্রাসের প্রত্যাবর্তন তামিলনাড়ুতে! শুক্রবার দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই শহরের অনতিদূরে আলমপট্টি গ্রামে উদ্ধার হয়েছে একটি পাইপ বোমা।
আডবাণীর চেতনারথের যাত্রাপথের সেতুর নীচে রাখা ছিল ৬ ফুট লম্বা শক্তিশালী পাইপ বোমাটি। এই ঘটনার জেরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিস। তিরুমঙ্গলমে লালকৃষ্ণ আডবাণীর একটি জনসভা করার কথা ছিল। তার আগেই বোমা উদ্ধারের জেরে ফের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান লালকৃষ্ণ আডবাণী। এদিন রথযাত্রার দ্বিতীয় পর্যায়ে মাদুরাই থেকে তিরুমঙ্গলম হয়ে শ্রীভিল্লিপুথুর যাওয়ার কথা তাঁর। উল্লেখ্য, ১৯৯৮ সালে লোকসভা ভোটের প্রচারপর্বে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে আডবাণীর জনসভার সময় ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় `আল উম্মা` জঙ্গি গোষ্ঠী। এই ঘটনায় নিহত হন ৪৬ জন।

.