বোমাতঙ্ক ভারতের আকাশেও

ব্রাসেলসে জঙ্গি হানার জেরে বোমাতঙ্ক ভারতের আকাশেও। জেট এয়ারওয়েজের ৫টি বিমানে বোমাতঙ্ক। বিমানগুলির বেশিরভাগই দিল্লি থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। চেন্নাইগামী একটি বিমানকে দিল্লি বিমানবন্দরের পরিত্যক্ত এলাকায়  নিয়ে গিয়ে তল্লাসি চালানো হচ্ছে। তল্লাসি চালানো হচ্ছে বাকি বিমানগুলিতেও।

Updated By: Mar 22, 2016, 07:18 PM IST
বোমাতঙ্ক ভারতের আকাশেও

ওয়েব ডেস্ক: ব্রাসেলসে জঙ্গি হানার জেরে বোমাতঙ্ক ভারতের আকাশেও। জেট এয়ারওয়েজের ৫টি বিমানে বোমাতঙ্ক। বিমানগুলির বেশিরভাগই দিল্লি থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। চেন্নাইগামী একটি বিমানকে দিল্লি বিমানবন্দরের পরিত্যক্ত এলাকায়  নিয়ে গিয়ে তল্লাসি চালানো হচ্ছে। তল্লাসি চালানো হচ্ছে বাকি বিমানগুলিতেও।

এছাড়াও জেট এয়ারওয়েজের মুম্বই থেকে দেরাদুনগামী একটি  বিমানেও বোমাতঙ্ক ছড়িয়েছে। খালি করা দেওয়া হয় জলি গ্র্যান্ট বিমানবন্দর। পাশাপাশি, ব্রাসেলসে ধারাবাহিক বিস্ফোরণের জেরে দেশের সবকটি বিমানবন্দরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে।

এর জেরে কলকাতা বিমানবন্দরেও দেখা যায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি। দিল্লি, মুম্বই, চেন্নাই বিমানবন্দরেও কড়া নিরাপত্তার বলয় দেখা যায়।

.