ওয়েব ডেস্ক: মুজাফফরনগরে ট্রেন দুর্ঘটনার রেশ মিলিয়ে ‌যেতে না ‌যেতেই নতুন বিপত্তি। উৎকল এক্সপ্রেসের পর এবার দুর্ঘটনার কবলে মুম্বইগামী হুবলি এক্সপ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হুবলি এক্সপ্রেসের ছাদে এসে পড়ল বড়সড় এক বোল্ডার। পুণের লোনাভলার নিকটবর্তি মাঙ্কি হিল ঘাট স্টেশনের কাছে ঘটে ‌যায় ওই দুর্ঘটনা।


উল্লেখ্য, এনিয়ে এবছর তিনবার ট্রেনের ওপরে এসে পড়ল বোল্ডার। পাহাড়ের গা ঘেঁসে গেছে ওই লাইন। বর্ষার জন্য পাহড়ের মাটি আলগা হয়ে লাইনে প্রায়ই এসে পড়ছে বড় বড় বোল্ডার। এবার সেই বোল্ডার এসে পড়ল হুবলি এক্সপ্রেসের ওপরে।


সেন্ট্রাল রেলের প্রধান জনসং‌যোগ আধিকারিক সুনীল উদাসী জানিয়েছেন, সোমবার সকালে হুবলি-এলটিটি এক্সপ্রেস ‌যখন মুম্বই আসছিল সেসময় মাঙ্কি হিল স্টেশেনের কাছে ওই ঘটনা ঘটে। এতে তিন ‌যাত্রী আহত হয়েছেন। ট্রেনের ছাদ ফুটো করে বোল্ডারটি ঢুকে ‌যায় এস ৬ কামরায়। আহত ‌যাত্রীদের নিকটবর্তি হাসপাতলে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন-৯ বছর পর জামিন মালেগাঁও বিস্ফোরণে মূল অভি‌যুক্ত কর্ণেল পুরোহিতের