আগামী ১০ বছরে ব্রহ্মোসের গতি হবে শব্দের চেয়ে ৭ গুণ বেশি

ভারত ও রাশিয়ার ‌যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আগামী ১০ বছরে মধ্যে অবিশ্বাস্য গতি অর্জন করবে। এমনটাই জানালেন ব্রহ্মোস এরোস্পেসের এমডি সুধীর মিশ্র।

Updated By: Apr 29, 2018, 07:07 PM IST
আগামী ১০ বছরে ব্রহ্মোসের গতি হবে শব্দের চেয়ে ৭ গুণ বেশি

নিজস্ব প্রতিবেদন: ভারত ও রাশিয়ার ‌যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আগামী ১০ বছরে মধ্যে অবিশ্বাস্য গতি অর্জন করবে। এমনটাই জানালেন ব্রহ্মোস এরোস্পেসের এমডি সুধীর মিশ্র।

আরও পড়ুন-মাঝ আকাশে ইঞ্জিন বিকল এয়ার ইন্ডিয়ার বিমানের, অল্পের জন্য প্রাণে রক্ষা ২৪০ যাত্রীর

উল্লেখ্য, বর্তমানে ক্রুজ মিসাইল ব্রহ্মোসের ‌যে গতি তা বাড়িয়ে শব্দের চেয়ে ৭ গুণ করার পরিকল্পনা করেছে ব্রহ্মোস এরোস্পেস। আগামী ৭-১০ বছরের মধ্যে ক্ষেপণাস্ত্রটির গতি বাড়িয়ে শব্দের গতির চেয়ে ৭ গুণ করার পরিকল্পনা করা হয়েছে।

বর্তমানে ব্রহ্মোসের গতি শব্দের গতির চেয়ে ২.৮ গুণ বেশি। আগামী ৫ বছরের মধ্যে ওই গতি বাড়িয়ে শব্দের চেয়ে ৫ গুণ বেশি করা হবে। এর থেকে বেশি গতি তুলতে গেলে বর্তমান ইঞ্জিনটিকে বদলে ফেলতে হবে।

আরও পড়ুন-বিমান বিপর্যয় থেকে রক্ষা পেয়ে কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় রাহুল  

সুধীর মিশ্র আরও জানান, উন্নত ইঞ্জিন তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে ডিআরডিও, আইআইটিগুলি ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স।

.