Budget 2021: বাজারে আসছে LIC-র IPO, কোষাগার ভরতে সিদ্ধান্ত Sitharaman-র

নতুন আর্থিক বছরে বিলগ্নিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। 

Updated By: Feb 1, 2021, 02:52 PM IST
Budget 2021: বাজারে আসছে LIC-র IPO, কোষাগার ভরতে সিদ্ধান্ত Sitharaman-র

নিজস্ব প্রতিবেদন: লাইফ ইনসুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) আইপিও (Initial public offer) আসতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষে। সোমবার বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারামন । এজন্য চলতি বাজেট অধিবেশনেই সংসদে প্রয়োজনীয় সংশোধন করা হবে আইনে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এলআইএসির শেয়ার বিক্রি করতে গেলে সংসদের অনুমতি দরকার। 

এ দিন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন,'২০২১-২২ অর্থবর্ষে এলআইসি-র (Life Insurance Corporation) আইপিও (IPO) আনতে চলেছে সরকার। চলতি সংসদেই সে জন্য দরকারি সংশোধন করা হবে।'   

নতুন আর্থিক বছরে বিলগ্নিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে (২০২১-২২) বিলগ্নিকরণের লক্ষ্য ছিল ২.১ লক্ষ কোটি। তবে টার্গেটে সফল হয়নি কেন্দ্র। বিপিসিএল ও এলআইসির বিলগ্নিকরণ সম্পূর্ণ করা যায়নি।

তবে বিপিসিএল, কনকোর ও এসসিআই-র বিলগ্নিকরণ শীঘ্রই সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি সাধারণ বিমা সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে।   

আরও পড়ুন- Budget 2021: বিমায় FDI বেড়ে ৭৪%, রক্ষাকবচ মেনে বিদেশি মালিকানা ও নিয়ন্ত্রণ  

.