এক নজরে কিসের দাম বাড়ল, কিসের দাম কমল

মনের সুখে জামাকাপড় কেনার দিন কিন্তু শেষ। রেডিমেডই হোক বা ব্র্যান্ডেড, এক হাজার টাকার বেশি দামের পোশাক এবার আরও দামি হচ্ছে।

Updated By: Feb 29, 2016, 10:15 PM IST

ওয়েব ডেস্ক: মনের সুখে জামাকাপড় কেনার দিন কিন্তু শেষ। রেডিমেডই হোক বা ব্র্যান্ডেড, এক হাজার টাকার বেশি দামের পোশাক এবার আরও দামি হচ্ছে।

সব  গাড়ি, অর্থাত্‍ পেট্রোল, ডিজেল চালিত এবং এসইউভির দাম বাড়ছে।

সিগারেটে সুখটান দিতেও বাড়তি টাকা সরিয়ে রাখুন।  আরও দামি হচ্ছে সিগারেট, সিগার, গুটখা, কাগজে মোড়া বিড়ি।
রূপোর গয়না বাদে বাকি গয়নার দামও উর্ধ্বগামী।
আমদানি করা ইমিটেশন জুয়েলারি কিনতে এবার থেকে গুণতে হবে বাড়তি টাকা।
সোনার বাটের দাম বাড়ছে ।
দাম বাড়ছে কয়লার।
বাড়ছে মদের দাম।
সার্ভিস ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় আরও মহার্ঘ্য হচ্ছে মোবাইলের বিল।
বাড়ছে ট্রেন ও ফ্লাইটের টিকিটের দাম।
রেস্তোরাঁয় খাওয়ার খরচ বাড়বে।
দাম বাড়ছে বোতলবন্দি জল, কোল্ড ড্রিঙ্কসের।
প্লাস্টিকের ব্যাগ ও বস্তা  দামি হচ্ছে।
অ্যালুমিনিয়াম ফয়েল কিনতেও খরচা পড়বে বেশি।
রোপওয়ে, কেবল কার চড়তে গেলেও ভাবতে হবে দু বার। দাম বাড়ছে এক্ষেত্রেও।
বাড়ছে লটারির টিকিটের দাম।
মুভার্স অ্যান্ড প্যাকার্স ডেকে, এখান থেকে ওখানে যেতে গেলে, সেক্ষেত্রেও বাজেট বাড়িয়ে ফেলতে হবে।

..................
দাম কমার তালিকায় রয়েছে

জুতো, সোলার ল্যাম্প , ডায়ালিসিস মেশিন।
ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং সিসিটিভি ক্যামেরা কিনতেও খরচ কমবে।
রাউটার, ব্রডব্যান্ড মোডেম এবং সেট টপ বক্সের দাম কমছে।
বিদ্যুত্‍চালিত গাড়ি চড়তে খরচা পড়বে কম।
মাইক্রোওয়েভ, ফ্রিজ সস্তা হচ্ছে।
ব্রেইল পেপারের দাম কমছে।
অ্যাম্বুলেন্স পরিষেবা, ধূপকাঠিরও দাম কমতে চলেছে। বাজেট বলছে, চিড়িয়াখানা, মিউজিয়াম, ন্যাশনাল পার্কে যেতে খরচ কমবে।

.