Bulldozers Row: 'BJP দফতর ও অমিত শাহের বাড়িতে বুলডোজার চালাতে হবে', APP-এর নিশানায় গেরুয়া শিবির

বিজেপির মদতেই 'রামনবমী' ও 'হনুমান জয়ন্তী'র দিন অশান্তি, অভিযোগ APP-এর

Updated By: Apr 20, 2022, 09:39 PM IST
Bulldozers Row: 'BJP দফতর ও অমিত শাহের বাড়িতে বুলডোজার চালাতে হবে', APP-এর নিশানায় গেরুয়া শিবির

নিজস্ব প্রতিবেদন: হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় 'অশান্তি'। এরপর বুলডোজার দিয়ে একাধিক 'অবৈধ নির্মাণ' ভেঙেছে উত্তর দিল্লি পুরসভা (NDMC)। এই ঘটনায় বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ শানিয়েছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি (APP)।  

ভিডিও বার্তায় আপ নেত্রী আতিশি অভিযোগ করেছেন, 'রামনবমী' এবং হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন দেশে যত অশান্তির ঘটনা ঘটেছে, তাতে বিজেপির (BJP) হাত রয়েছে। ওই সমস্ত ঘটনায় ইন্ধন জুগিয়েছেন অমিত শাহ (Amit Shah)। এরপর ক্ষোভের বশে আপ নেত্রী দাবি করেন, বিজেপির সদর দফতর এবং অমিত শাহের বাড়িতে বুলডোজার চালানো উচিত। তবেই দেশের সমস্ত অশান্তি থামবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা বলছে না বিজেপি। বরং কেবল অশান্তি ছড়াচ্ছে গেরুয়া শিবির। 

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে দিল্লির জাহাঙ্গিরপুরীতে অশান্তির ঘটনা ঘটে। এরপরই উত্তর দিল্লি পুরসভা (NDMC) তরফেও ঘটনাস্থলের ‘অবৈধ’ দোকানপাট ভেঙে দেওয়া হয়। যদিও পুরসভার এই ভাঙার সিদ্ধান্তের উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.