রদবদল সেরে টিম মনমোহনে এখন ৭৭ জন, রেলমন্ত্রী মল্লিকার্জুন

সাংগঠনিক রদবদলের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল সেরে ফেলল টিম মনমোহন। নতুন রেলমন্ত্রী হলেন মল্লিকার্জুন খাড়গে। বস্ত্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কে এস রাও। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে গিরিজা ব্যাসকে। সড়ক মন্ত্রী হয়েছে অস্কার ফার্নান্ডেজ। শিস রাম ওলাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ওলা এবং ফার্নান্ডেজ প্রথম ইউপিএ সরকারে মন্ত্রী ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন।

Updated By: Jun 17, 2013, 09:50 PM IST

সাংগঠনিক রদবদলের পর, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল সেরে ফেলল টিম মনমোহন। নতুন রেলমন্ত্রী হলেন মল্লিকার্জুন খাড়গে। বস্ত্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কে এস রাও। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে গিরিজা ব্যাসকে। সড়ক মন্ত্রী হয়েছে অস্কার ফার্নান্ডেজ। শিস রাম ওলাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ওলা এবং ফার্নান্ডেজ প্রথম ইউপিএ সরকারে মন্ত্রী ছিলেন। রাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন চারজন।
মানিকরাও গাভিতকে সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দায়িত্বে এসেছেন সন্তোষ চৌধুরী। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন জে ডি শীলম। বাণিজ্য ও শিল্পপ্রতিমন্ত্রী হয়েছেন ইএনএস নাচিপ্পন। পবন কুমার বনশল, অশ্বিনী কুমার, অজয় মাকেন ও সিপি জোশীর পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল জরুরি হয়ে পড়েছিল। মন্ত্রিসভার সম্প্রসারণের পর দ্বিতীয় ইউপিএতে মন্ত্রীর সংখ্যা বেড়ে হল ৭৭।

.