ওয়েব ডেস্ক: শুক্রবার প্রকাশিত হবে না Common Entrance Test (CAT) 2017-র ফল। আইআইএম লখনউয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এর আগে শুক্রবার ক্যাট ২০১৭-র ফল প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছিল।
ক্যাট ২০১৭-র আহ্বায়ক নীরজ দ্বিবে5দী জানিয়েছেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বেরোবে ক্যাট-এর ফল। এই প্রবেশিকার মাধ্যমে গোটা দেশের ম্যানেজমেন্ট কলেজগুলিতে ভর্তির ছাড়পত্র মেলে। গত বছর ২৬ নভেম্বর গোটা দেশের ১৪০টি শহরে নেওয়া হয়েছিল পরীক্ষা।
এবারের ক্যাট-এ কাট অফ নম্বর আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন সহজ হওয়ায় এমনটা মনে করছেন তাঁরা। ক্যাট উত্তীর্ণদের নাম ও রোল নম্বর সংশ্লিষ্ট আইআইএমের ওয়েবসাইটে তালিকা আকারে প্রকাশ করা হবে।
আরও পড়ুন - ১৫ কোটিতে ধোনির 'চেন্নাই-ওয়াপসি'
দেখে নিন কেমন করে জানতে হবে ক্যাটের ফল
১. https://iimcat.ac.in খুলুন
২. এর পর 'Score Card for CAT 2017'-এ ক্লিক করুন
৩. নাম, রোল নম্বর-সহ অন্যান্য শূন্যস্থান পূরণ করুন
৪. এর পর সাবমিট বটনে ক্লিক করলেই দেখা যাবে ফল
আজ নয় CAT 2017-র ফল, জেনে নিন কবে প্রকাশিত হবে তালিকা