নিডো তানিয়ামের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক
নিডো তানিয়ামের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। মাথায় রড দিয়ে গভির আঘাতের জেরে অরুনাচল প্রদেশের কলেজ ছাত্রের মৃত্যু হয়। রাজধানীর দিল্লির বুকে জাতিবিদ্বেষের জেরে নিডো তানিয়ামের হত্যাকে কেন্দ্র করে উত্তাল দেশ।
নিডো তানিয়ামের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। মাথায় রড দিয়ে গভির আঘাতের জেরে অরুনাচল প্রদেশের কলেজ ছাত্রের মৃত্যু হয়। রাজধানীর দিল্লির বুকে জাতিবিদ্বেষের জেরে নিডো তানিয়ামের হত্যাকে কেন্দ্র করে উত্তাল দেশ।
আজই স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন নিডোর পরিবার। ২৯ জানুয়ারি দিল্লির লাজপথ নগরে নির্মম ভাবে হত্যা করা হয় ২০ বছরের নিডোকে। নিডো তানিয়ামের হত্যার বিচার চেয়ে ফের রাহুল গান্ধীর দ্বারস্থ হল তাঁর পরিবার। তানিয়ামের মৃত্যুর জন্য দিল্লি পুলিসকেই দায়ী করেছে তাঁর পরিবার। একইসঙ্গে বৈষম্যমূলক আচরণ দূর করতে সচেতনতা বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা।