পেট্রোল নিয়ে বৈঠকে কংগ্রেস কোর কমিটি
পেট্রোলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি। বিকেলে কংগ্রেস কোর কমিটির বৈঠকেও পেট্রোলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হবে।
পেট্রোলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি। বিকেলে কংগ্রেস কোর কমিটির বৈঠকেও পেট্রোলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হবে। একলাফে সাড়ে ৭ টাকা মূল্যবৃদ্ধির ফলে ঘরে বাইরে যেভাবে চাপের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে তাতে বিড়ম্বনা বেড়েছে কংগ্রেস নেতৃত্বের।
একসঙ্গে এতটা দাম বাড়ানো যে উচিত হয়নি তা মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বড় অংশই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাস আমজনতার ওপর এই দাম যে প্রবল বোঝা হয়ে দাঁড়িয়েছে তা বুঝতে পারছেন কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতির ফলে বিরোধীরা যেমন বাড়তি সুযোগ পাচ্ছে, তেমনই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে শরিক দলগুলিও। ফলে বিকেলে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কোর কমিটির বৈঠকে দলীয় নেতাদের কাছ থেকেই বাড়তি চাপে পড়তে পারে সরকার।