ট্রেনের কামরায় থাকবে CCTV
Updated By: Nov 15, 2016, 04:24 PM IST
![ট্রেনের কামরায় থাকবে CCTV ট্রেনের কামরায় থাকবে CCTV](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/15/70413-cctv.jpg)
ওয়েব ডেস্ক: নিরাপত্তা জোরদার করতে এবার আরও সক্রিয় ভারতীয় রেল। এবার থেকে AC-থ্রি কামরায় থাকবে CCTV। নিরাপত্তার সঙ্গেই উপভোক্তারা AC-থ্রি কামরায় পাবেন কফি মেশিন। থাকছে GPS INFO SYSTEM। ভারতীয় রেল এই পরিষেবার নামকরণ করেছে 'হামসফর সার্ভিস'। তবে ভারতের সর্বত্র এখনই এই পরিষেবা চালু হচ্ছে না। দিল্লি থেকে গোরখপুর, উত্তরপ্রদেশের মধ্যেই পরীক্ষামূলক ভাবেই চালানো হবে এই পরিষেবা। সফল হলে, গোটা দেশেই রেল পরিষেবায় থাকবে এই নতুন পরিষেবা।
CCTV, coffee machine, GPS info system in new AC-III Tier coaches.https://t.co/KXkVeti6wX pic.twitter.com/gmQnV7HfyR
— Ministry of Railways (@RailMinIndia) November 2, 2016