ওয়েব ডেস্ক: পুঞ্চে ভয়ঙ্কর গোলাগুলি শুরু করল পাকিস্তান। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার গুলিতে প্রাণ হারাল ১০ বছরের এক বালক ও এক শিশু। সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ পুঞ্চের শাহপুর, কিরনি ও কাসবা সেক্টরে প্রবল গোলাগুলি শুরু করে পাক সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখার কাছে থাকা একাধিক গ্রাম ও সেনা পোস্টে ঘনঘন পড়তে থাকে মর্টার, গোলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত বালকের নাম ইরসাদ আহমেদ। অন্যদিকে, পুঞ্চের দিগওয়ার সেক্টরে পাক গুলিতে নিহত হয়েছে এক শিশু। আহত আরও ৫ গ্রামবাসী। আহতদের পুঞ্চের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের গুলিচালানোর জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। শেষ খবর পাওয়া প‌র্যন্ত গোলগুলি এখনও চলছে। পকিস্তানের ‌যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে বলতে গিয়ে জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং বলেছেন, কাপুরুষের দেশ পাকিস্তান। একদিকে তারা সাদা পতাকা দেখাচ্ছে, অন্যদিকে আবার গোলাগুলিও করছে।


আরও পড়ুন-৩৭ হাজার ফুট উচ্চতায় বিকল বিমানের ইঞ্জিন, প্রাণে বাঁচলের ৫২০ যাত্রী