শতবর্ষে জন-গণ-মন অধিনায়ক
২৭.১২.১৯১১। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। প্রথম পরিবেশিত হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন-গণ-মন অধিনায়ক জয় হে। এর পর দীর্ঘ সময় জুড়ে শুধু এ গানের ঐতিহাসিক জয়যাত্রা।
২৭.১২.১৯১১। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। প্রথম পরিবেশিত হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন-গণ-মন অধিনায়ক জয় হে। এর পর দীর্ঘ সময় জুড়ে শুধু এ গানের ঐতিহাসিক জয়যাত্রা। জার্মানিতে গড়ে তোলা আজাদ হিন্দ বাহিনীতে এই গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
পূর্ব এশিয়ার আজাদ হিন্দ বাহিনীতেও জাতীয় সংগীত ঘোষিত হয় জনগণমন। আর স্বাধীনতা লাভের পর উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি ইমনকল্যাণে নিবদ্ধ বাহান্ন সেকেন্ডের এই গানকেই ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে গণপরিষদ। আজ ঐতিহাসিক সেই সঙ্গীত পরিবেশনার একশো বছর পূর্ণ হল।