৪৩১ পাক নাগরিককে দীর্ঘমেয়াদী ভিসা মঞ্জুর কেন্দ্রের, মিলবে প্যান-আধারও

Updated By: Oct 29, 2017, 04:39 PM IST
৪৩১ পাক নাগরিককে দীর্ঘমেয়াদী ভিসা মঞ্জুর কেন্দ্রের, মিলবে প্যান-আধারও

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের ৪৩১ জন নাগরিককে দীর্ঘমেয়াদী ভিসা মঞ্জুর করল কেন্দ্র। এদের অধিকাংশই সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতে এঁরা প্যান কার্ড তৈরি করতে পারবেন। আধার কার্ডও পাবেন।

পাকিস্তান, আফগানিস্থান ও বাংলাদেশ থেকে ‌যে সব সংখ্যালঘু বিভিন্ন কারণে সেদেশ থেকে ভারতে চলে আসছেন তাদের দীর্ঘ মেয়াদী ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। এদেশে থাকার জন্য এদের সম্পত্তি কেনারও অনুমতি দেওয়া হচ্ছে। তবে এদের কোনও সংরক্ষিত এলাকার কাছাকাছি স্থাবর সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন-স্যাটেলাইটের মাধ্যমে ডোকলায় চিনা সেনার উপর নজরদারি চালাবে ভারত

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ওইসব পাকিস্তানিরা রিজার্ভ ব্যাঙ্কের আগাম অনুমতি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্যান কার্ড, আধার কার্ড পাওয়ার পাশাপাশি ওইসব পাক নাগরিক ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন। ব্যবসাও করতে পারবেন। একইসঙ্গে ভিসা নথি এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদল করতেও পারবেন।

আরও পড়ুন-সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত বান্দিপোরা, মৃত লস্কর জঙ্গি

 

.