তিস্তা জলবণ্টন চুক্তি রূপায়ণে উদ্যোগী কেন্দ্র

তিস্তা জলবণ্টন চুক্তি রূপায়ণে উদ্যোগী কেন্দ্র । যদিও এই বিষয়ে দু দেশের মধ্যে এখনও খানিকটা দূরত্ব রয়ে গিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Updated By: Nov 13, 2011, 09:46 AM IST

তিস্তা জলবণ্টন চুক্তি রূপায়ণে উদ্যোগী কেন্দ্র । যদিও এই বিষয়ে দু দেশের মধ্যে এখনও খানিকটা দূরত্ব রয়ে গিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, যে সমস্ত কারণে চুক্তি আটকে রয়েছে তা কাটাতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। জাতীয় ঐক্য গড়েই চুক্তি রূপায়ণ করতে চায় কেন্দ্র। কিন্তু সেই ঐকমত্য গ়ড়তে কিছুটা সময় লাগবে। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রীর  বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি সাক্ষর হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই শেষমেষ তা আটকে যায়।

.