Chhattisgarh Assembly Elections: নির্বাচনের প্রথম দিনেই নকশাল হামলা ছত্তীসগঢ়ে, আহত ১ সিআরপিএফ জওয়ান
রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, রাজ্যের স্থানীয় পুলিস বাহিনীকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। কাঙ্কেরের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা বলেছেন, ‘এবার, আমরা সবচেয়ে নকশাল প্রভাবিত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছি, এবং আমরা কিছু ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করছি’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ছত্তীসগঢ়ের সুকমা জেলায় নকশালদের করা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সুকমার পুলিস সুপার কিরণ চভান জানিয়েছেন, সিআরপিএফ-এর কোবিআরএ ২০৬ ব্যাটালিয়নের সদস্য এই জওয়ান টোন্ডামার্কা এলাকায় নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন, যখন এই বিস্ফোরণ ঘটে।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের প্রথম দিনে। আজ রাজ্যের দক্ষিণাঞ্চলের ২০টি আসনের জন্য নির্বাচন শুরু হয়েছে। এই রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ৯০। এখানে দুটি ধাপে নির্বাচন হতে চলেছে। দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন ১৭ নভেম্বর নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন: Chhattisgarh Assembly Elections: ছত্তিসগঢ়ে নকশাল হুমকির মাঝেই শুরু হল প্রথম পর্বের ভোট
প্রথম দফায় যে ২০টি আসনের ভোট হচ্ছে, তার মধ্যে ১২টি বস্তার বিভাগের, যা নকশাল হিংসা প্রভাবিত এলাকা। বস্তার, দান্তেওয়াড়া, কাঙ্কের, কবীরধাম এবং রাজনন্দগাঁও-এর মতো নকশাল-আক্রান্ত জেলাগুলিতেও ভোটগ্রহণ চলছে।
আরও পড়ুন: Supreme Court: 'রাজ্যপালদের ভুলে গেলে চলবে না, তাঁরা নির্বাচিত প্রতিনিধি নন'
রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, রাজ্যের স্থানীয় পুলিস বাহিনীকে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। কাঙ্কেরের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা বলেছেন, ‘এবার, আমরা সবচেয়ে নকশাল প্রভাবিত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছি, এবং আমরা কিছু ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহার করছি’।
ভারতের নির্বাচন কমিশনও (ইসিআই) নির্দেশ দিয়েছে যে ভোটের দিনে ভোট কেন্দ্রে মোতায়েন করা পুলিস কর্মী এবং হোম গার্ডদের র্যান্ডমাইজ করা উচিত। ৩ ডিসেম্বর ভোট গণনা হওয়ার কথা রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)