গণধর্ষণের শিকার, সুবিচার না পেয়ে সুপ্রিমকোর্ট চত্ত্বরে আত্মহত্যার চেষ্টা আইনজীবীর
সোমবার ছত্তিসগড়ের এক মহিলা আইনজীবী সুপ্রিমকোর্ট চত্ত্বরে আত্মহত্যার চেষ্টা করলেন। তিনি অভিযোগ করেছেন গণধর্ষিত হওয়ার পরেও প্রশাসন কোনও ব্যবস্থাই নেইনি।
![গণধর্ষণের শিকার, সুবিচার না পেয়ে সুপ্রিমকোর্ট চত্ত্বরে আত্মহত্যার চেষ্টা আইনজীবীর গণধর্ষণের শিকার, সুবিচার না পেয়ে সুপ্রিমকোর্ট চত্ত্বরে আত্মহত্যার চেষ্টা আইনজীবীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/22/29372-rape.jpg)
নয়া দিল্লি: সোমবার ছত্তিসগড়ের এক মহিলা আইনজীবী সুপ্রিমকোর্ট চত্ত্বরে আত্মহত্যার চেষ্টা করলেন। তিনি অভিযোগ করেছেন গণধর্ষিত হওয়ার পরেও প্রশাসন কোনও ব্যবস্থাই নেইনি।
নিগৃহীতা আইনজীবী অভিযোগ করেছেন গত বছর নিজের আত্নীয়দের হাতেই ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
শীর্ষ আদালতের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অভিযোগ করেন সুবিচার না পেয়ে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
ওই আইনজীবীকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেছে। আগামিকাল এই মামলার শুনানি।