পেটে অসহ্য ব্যথা! AIIMS-এ নিয়ে যাওয়া হল ইডি হেফাজতে থাকা পি চিদম্বরমকে
কারাবন্দি অবস্থায় এই নিয়ে দ্বিতীয়বার তিনি অসুস্থ হয়ে পড়লেন।
নিজস্ব প্রতিবেদন : ফের পেটের যন্ত্রণায় কাবু! অসহ্য পেটের ব্যথা নিয়ে সোমবার এইমসে নিয়ে যাওয়া হল ইডি হেফাজতে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। প্রয়োজনীয় চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। নিয়ে যাওয়া হয়েছে তিহার জেলে।
আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারের পরে গত দুই মাস ধরে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় আপাতত তিনি ইডি হেফাজতে। ২২ অক্টোবর সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও ইডি হেফাজতে থাকতে হবে ৩০ তারিখ পর্যন্ত।
Delhi: P Chidambaram brought back to Enforcement Directorate office from AIIMS. He was taken to AIIMS earlier today for gastrointestinal health complications and was discharged subsequently. pic.twitter.com/WmR9HMOkvE
— ANI (@ANI) October 28, 2019
প্রাক্তন অর্থমন্ত্রীর জন্য বাড়ির খাবারের অনুমতি দিয়েছে আদালত। তারপরও পেটের সমস্যা শুরু হয় চিদম্বরমের। কারাবন্দি অবস্থায় এই নিয়ে দ্বিতীয়বার তিনি অসুস্থ হয়ে পড়লেন। গত ৫ অক্টোবরও পেটের যন্ত্রণা হওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল এইমসে। সেদিনও কিছু পরীক্ষা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন - হায়দরাবাদের হায়াতনগরে প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন করে ৩ দিন দেহ ফেলে রাখল একমাত্র মেয়ে