দিল্লি, হরিয়াণার পর এবার আক্রান্ত মুম্বইয়ের চার্চ

দিল্লি, হরিয়াণার পর এবার মুম্বই। নভি মুম্বইয়ের পানভেল অঞ্চলে শনিবার সকালে ভাঙচুর চালানো হল।

Updated By: Mar 21, 2015, 10:57 PM IST
দিল্লি, হরিয়াণার পর এবার আক্রান্ত মুম্বইয়ের চার্চ

ওয়েব ডেস্ক: দিল্লি, হরিয়াণার পর এবার মুম্বই। নভি মুম্বইয়ের পানভেল অঞ্চলে শনিবার সকালে ভাঙচুর চালানো হল।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শনিবার গভীররাত দেড়টা নাগাদ জনা তিনেক মুখোশধারী লোক চার্চটি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। চার্চটির বাইরে একটি কাঁচের বাক্সে সেন্ট জর্জের একটি মূর্তি ছিল। ক্ষতিগ্রস্থ হয়েছে মূর্তিটি।

খান্ডেশ্বর পুলিস স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

যেহেতু হামলাকারীদের মুখ ঢাকা ছিল তাদের শনাক্তকরণ পুলিসের পক্ষে সমস্যাজনক হয়ে উঠেছে।

চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আনা হয়েছে।

কিছুদিন আগেই হরিয়াণার নির্মিয়মান একটি চার্চে ভাঙচুর হয়েছে। দিল্লি গত দু'মাসে আক্রমণ হয়েছে অন্তত ৬ টি চার্চে। সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পরেছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবারই বিবৃতি দিয়ে জানিয়েছেন ধর্ম ও জাতের ভিত্তিতে কোনও বৈষম্য সরকার সহ্য করবে না।

সমস্ত ধর্মীয়স্থানে কড়া নিরাপত্তার আদেশ দিয়েছেন।

 

 

.