নির্যাতিতদের দীর্ঘ যন্ত্রণার উপশম হবে, নাগরিকত্ব বিল পাস করিয়ে আশ্বাস মোদীর

 রাজ্যসভায় ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। ১০৫টি বিপক্ষে। 

Updated By: Dec 11, 2019, 09:42 PM IST
নির্যাতিতদের দীর্ঘ যন্ত্রণার উপশম হবে, নাগরিকত্ব বিল পাস করিয়ে আশ্বাস মোদীর

নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস করার পর 'ঐতিহাসিক' আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, বিলের পক্ষে যে সাংসদরা ভোট দিয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। বলে রাখি, রাজ্যসভায় ভোটাভুটিতে ১২৫টি ভোট পড়েছে বিলের পক্ষে। ১০৫টি বিপক্ষে। 

রাজ্যসভায় বিল পাসের পর টুইটারে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টুইট, ''ভারতের জন্য ঐতিহাসিক দিন। সমবেদনা ও ভ্রাতৃত্বের আদর্শ মেনে চলে আমাদের দেশ। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমি খুশি। যাঁরা পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। নির্যাতিতদের কয়েক বছরের কষ্টের উপশম করবে এই বিল।'' 

.