বিমানসংস্থার হাল ফেরাতে সাহায্যের পরিকল্পনা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের
সরকারি বিমান সংস্থাগুলির আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এঅবস্থায় লোকসানে চলা বিমান সংস্থাগুলিকে সংকটমুক্ত করতে আর্থিক সহযোগিতার পরিকল্পনা নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঠিক হয়েছে, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি থেকে ক্ষতিতে চলা সরকারি বিমান সংস্থাগুলির জন্য বাজারের থেকে অপেক্ষাকৃত কম সুদে ঋণের ব্যবস্থা করবে মন্ত্রক।
নয়াদিল্লি: সরকারি বিমান সংস্থাগুলির আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এঅবস্থায় লোকসানে চলা বিমান সংস্থাগুলিকে সংকটমুক্ত করতে আর্থিক সহযোগিতার পরিকল্পনা নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঠিক হয়েছে, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি থেকে ক্ষতিতে চলা সরকারি বিমান সংস্থাগুলির জন্য বাজারের থেকে অপেক্ষাকৃত কম সুদে ঋণের ব্যবস্থা করবে মন্ত্রক।
সেটাই তাদের কাছে আর্থিক ক্ষতি সামলে ওঠার জন্য মূলধন হিসেবে কাজ করবে বলে দাবি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। এজন্য আগামী মাসের মধ্যে মন্ত্রক একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে অনুমদনের জন্য পাঠানো হবে অর্থমন্ত্রকের কাছে ।