কয়লা কেলেঙ্কারিতে সুপ্রিমকোর্টে সিবিআইয়ের পেশ করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার তিনি বলেন, "আইনমন্ত্রীর পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না।" এখনও গোটা ঘটনার তদন্ত চলছে, ফলে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছন ঠিক হবে না বলে জানিয়েছেন মনমোহন সিং।
গতকালই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডায়রেক্টর রঞ্জিত সিনহা আদালতে হলফনামা জমা দিয়ে জানান, শীর্ষ আদালতে রিপোর্ট পেশের আগেই আইনমন্ত্রী তার প্রতিলিপি চেয়ে পাঠিয়েছিলেন। সিবিআই শীর্ষ আধিকারিকের এই মন্তব্যের নিরিখে আইনমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠক সেরে বেরনোর সময় চোখমুখে চাপ ফুটে উঠছিল অশ্বিনী কুমারের। আগামী সপ্তাহে শীর্ষ আদালত ঠিক কী রায় দেয় সেদিকেই তাকিয়ে কংগ্রেস শিবির। পদ ছাড়তে নারাজ আইনমন্ত্রীও। তাঁর কথায়, "আমি কোনও ভুল করিনি। সত্যিটা সামনে আসবেই।"
তবে সি বি আই আধিকারিক স্পষ্ট করতে চাননি অশ্বিনী কুমার কয়লা দুর্নীতির রিপোর্টে কোনও ফের বদল করতে বলেছিলেন কিনা।

English Title: 
Coal scam: Ashwani Kumar need not resign, says Prime Minister
Home Title: 

কয়লা দুর্নীতি: আইনমন্ত্রীর পাশেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী

No
13027
Is Blog?: 
No
Section: