কোলগেট কেলেঙ্কারিতে কেন্দ্রের অস্বস্তি বাড়ালো সিবিআই রিপোর্ট
কয়লা ব্লক বন্টন নিয়ে ফের অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক রিপোর্টে সিবিআই ব্লক বন্টন পদ্ধতিকে ত্রুটিপূর্ণ ও অস্বচ্ছ বলে মন্তব্য করেছে।
কয়লা ব্লক বন্টন নিয়ে ফের অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক রিপোর্টে সিবিআই ব্লক বন্টন পদ্ধতিকে ত্রুটিপূর্ণ ও অস্বচ্ছ বলে মন্তব্য করেছে।
রিপোর্টে বলা হয়েছে, দু হাজার ছয় থেকে নয়ের মধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকার সময়, কোনওরকম যোগ্যতা যাচাই না করেই কয়েকটি কোম্পানিকে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল। বড় বড় কোম্পানির বদলে সুপারিশের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছিল ছোট ছোট কোম্পানিকে।
এমনকি সংশ্লিষ্ট কোম্পানিগুলির অর্থনৈতিক হালও খতিয়ে দেখেনি কয়লা মন্ত্রক। রিপোর্ট যাতে কোনওভাবেই সরকারি আধিকারিকদের কাছে ফাঁস না হয় সেজন্য সিবিআইয়ের অধিকর্তাকে হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্ট, চূড়ান্ত নয়। তবে, সিবিআইয়ের দেওয়া রিপোর্ট কয়লা ব্লক বন্টন দুর্নীতি ইস্যুতে বিরোধীদের নতুন করে অক্সিজেন জোগাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।