প্রধানমন্ত্রীর নামও কোল-গেট কাণ্ডে অভিযুক্তের তালিকায় থাকা উচিৎ: পিসি পারেখ
কোল-গেট কেলেঙ্কারিতে এবার জড়িয়ে গেল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামও। কোল কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখ মন্তব্য করেছেন যেহেতু আট বছর আগে সেই সময়ে কয়লা দফতরের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাই তাঁর নামও সিবিআই-এর অভিযুক্ত তালিকায় থাকা উচিৎ।
Updated By: Oct 16, 2013, 12:45 PM IST