ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়া মাত্রই জ্যোতিরাদিত্যকে বহিষ্কার করল কংগ্রেস

এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করার পরই ইস্তফা দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।   ইস্তফাপত্রে তিনি লেখেন, গত ১৮ বছর ধরে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন

Updated By: Mar 10, 2020, 02:08 PM IST
ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়া মাত্রই জ্যোতিরাদিত্যকে বহিষ্কার করল কংগ্রেস
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ইস্তফা গ্রহণ নয়, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরাসরি বহিষ্কার করা হল কংগ্রেস থেকে। দুপুর ১২টা নাগাদ, কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মিনিট খানেকের মধ্যেই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল  এক বিবৃতি দিয়ে জানিয়ে দেন, দল-বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে বহিষ্কার করা হচ্ছে।

এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করার পরই ইস্তফা দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।   ইস্তফাপত্রে তিনি লেখেন, গত ১৮ বছর ধরে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন। কিন্তু সময় এসেছে কংগ্রেস ছাড়ার। গত এক বছর ধরে দলের মধ্যে যে টালমাটাল অবস্থা চলছে, তা উল্লেখ করে জ্যোতিরাদিত্য বলেন, দলে থেকে রাজ্য এবং দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব নয়। নতুন ভাবে শুরু করার কথা বলেন তিনি।

আরও পড়ুন- বুড়া না মানো হোলি হে... জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদান সময়ের অপেক্ষা, জেনে নিন ১০ পয়েন্ট

আজ বেলা ১১ টা নাগাদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছন। সেখান উপস্থিত থাকেন অমিত শাহ। এর পরই কার্যত জল্পনার অবসান হয়ে যায়। স্পষ্ট হয়ে যায়, বিজেপিতেই যোগ দিচ্ছেন জ্যোতিরাদিত্য। সূত্রের খবর আরও ১৯ বিধায়ক তাঁদের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাজভবনে।

মধ্য প্রদেশে সরকার ভাঙা-গড়ার পাটিগণিত-

** মোট আসন ২৩০ (২ টি শূন্য) অর্থাত্ ২২৮

** কংগ্রেস- ১১৪ || ** বিজেপি- ১০৭ || ** সমাজবাদী পার্টি- ১ || ** বিএসপি- ২ || ** নির্দল- ৪

কংগ্রেসের ২০ বিধায়ক ইস্তফা দেওয়া পর....

** কংগ্রেস- ৯৪ || ** বিজেপি- ১০৭ || ** সমাজবাদী পার্টি- ১ || ** বসপা- ২ ||** নির্দল- ৪

** শূন্য আসন- ২২

.