দুর্নীতি ইস্যুতে গতকাল পালটা তুলেছিলেন রাহুল গান্ধী। আজ সেই পালটাই ফুটো করতে ময়দানে নেমে পড়লেন নরেন্দ্র মোদী। মুম্বইয়ের জনসভায় বললেন, যাদের গায়ে কেলেঙ্কারির পাঁক, আজ তারাই দুর্নীতি নিয়ে গলা ফাটাচ্ছে। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন মোদী।
শনিবার দিল্লিতে রাহুল গান্ধী বলেছেন দুর্নীতিই এখন সবথেকে বড় ইস্যু। রবিবার পাল্টা উত্তরটা এল মুম্বই থেকে। দিলেন নরেন্দ্র মোদী।
দলের একাংশ চাইলেও কট্টর হিন্দুত্ববাদকে ইস্যু করে লোকসভা ভোটে এগোতে চাইছেন না নরেন্দ্র মোদী। হাতিয়ার করছেন উন্নয়নকে। বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়নের খতিয়ান তুলে ধরেই কংগ্রেসকে কাবু করার পক্ষপাতী মোদী। চাররাজ্যে ভোটের ফলাফলে সেই অস্ত্র এখন অনেকটাই ধারালো হয়েছে। মুম্বইয়ের জনসভায় সম্ভবত সেই ধারটাই আরও একবার পরখ করে নিলেন মোদী।
মুজফ্ফরনগরে হিংসায় ক্ষতিগ্রস্তদের গ্রামে ফেরার আবেদন জানালেন রাহুল গান্ধী। আজ শামলি জেলায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ শিবিরে যান তিনি। নিজেদের গ্রামে ফিরে যেতে কী সাহায্য করা সম্ভব তা নিজেই জানতে চান রাহুল গান্ধী। তিনি বলেন, এই হিংসা সংগঠিত করার উদ্দেশ্যই ছিল যেন ক্ষতিগ্রস্তরা যেন গ্রামে ফিরতে না পারেন। গত সেপ্টেম্বরে মুজফ্ফর নগরে হিংসায় পঁয়ষট্টি জনের মৃত্যু হয়। ঘরছাড়া হন কয়েকহাজার মানুষ। এদের মধ্যেই অনেকেই আতঙ্কের কারণে আর গ্রামে ফিরে যেতে চাইছেন না।
দুর্নীতি ইস্যুতে কার্যত হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। কিনারা পেতে খড়কুটো এখন লোকপাল বিল। এই বিল নিয়ে সংসদে বিজেপিকেও পাশে পেয়েছেন সোনিয়া গান্ধীরা। কিন্তু, দুর্নীতি প্রশ্নে কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করার যে কোনও প্রশ্নই নেই রবিবার তা ভালো করে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস।
রাহুল ফোঁস করলে, মোদী ফাঁস করছেন, হুঙ্কার রাজনীতি জমজমাট