কোলগেটে অভিযুক্ত মনমোহনের পাশে দাঁড়িয়ে সোনিয়ার নেতৃত্বে পদযাত্রা কংগ্রেসের

মনমোহন সিংয়ের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিল কংগ্রেস। গতকালই কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আদালতে হাজিরা দেওয়ার সমনও জারি হয়েছে তাঁর নামে। এই পরিস্থিতিতে আজ তড়িঘড়ি বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

Updated By: Mar 12, 2015, 11:30 AM IST
কোলগেটে অভিযুক্ত মনমোহনের পাশে দাঁড়িয়ে সোনিয়ার নেতৃত্বে পদযাত্রা কংগ্রেসের
ছবি-ANI-এর টুইট থেকে

ওয়েব ডেস্ক: মনমোহন সিংয়ের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিল কংগ্রেস। গতকালই কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আদালতে হাজিরা দেওয়ার সমনও জারি হয়েছে তাঁর নামে। এই পরিস্থিতিতে আজ তড়িঘড়ি বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

বৈঠক শেষে সোনিয়া গান্ধীর  নেতৃত্বে একটি পদযাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দেয়। পদযাত্রায় পা মেলান কংগ্রেসের সাংসদরা সহ প্রথম সারির প্রায় সব নেতা। ঐক্যের বার্তা দিতেই এই পদযাত্রার কর্মসূচি। আটই এপ্রিল সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মনমোহন সিংকে। ষড়যন্ত্র,  বিশ্বাসভঙ্গ সহ দুর্নীতি প্রতিরোধ আইনে একাধিক ধারায় তাঁকে অভিযুক্ত করেছে আদালত।

.