কংগ্রেস বিধায়ককে মন্ত্রিত্বের টোপ ইয়েদুরাপ্পার, অভিযোগ তুলে অডিও ক্লিপ প্রকাশ কংগ্রেসের

জনার্দন রেড্ডির পর ইয়েদুরাপ্পার অডিও ক্লিপ প্রকাশ করল কংগ্রেস। 

Updated By: May 19, 2018, 03:17 PM IST
কংগ্রেস বিধায়ককে মন্ত্রিত্বের টোপ ইয়েদুরাপ্পার, অভিযোগ তুলে অডিও ক্লিপ প্রকাশ কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন:  আস্থা ভোটের আগে ঘোড়া কেনাবেচায় মরিয়া হয়ে উঠেছে বিজেপি, শনিবার এই অভিযোগ তুলে আরও একটি অডিও ক্লিপ প্রকাশ করল কংগ্রেস। ওই ক্লিপে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার কণ্ঠস্বর রয়েছে বলে দাবি তাদের।

শুক্রবার খনি মালিক জনার্দন রেড্ডির একটি অডিও ক্লিপ প্রকাশ করেছিল কংগ্রেস। এদিন কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস বিধায়ক বিসি পাতিলকে ফোন করেছিলেন ইয়েদুরাপ্পা। তাঁকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছেন তিনি। কংগ্রেসের প্রকাশিত অডিও ক্লিপে ইয়েদুরাপ্পার কণ্ঠস্বরে শোনা যাচ্ছে, ''হ্যালো, কোথায় যাচ্ছ তুমি?'' কংগ্রেস বিধায়ক জবাব দেন, ''কোচি।'' ফোনের ওপারের ব্যক্তি তখন বলেন, ''কোচি যেও না। কোনও বাহানা দিয়ে বাস থেকে নেমে পড়। তোমায় মন্ত্রীর পদ দেব।'' কংগ্রেস বিধায়ক বিএস পাতিল তখন বলেন,''৫ মিনিট পরে কল করছি।'' ফোন কলটি তখন রেকর্ড করেন কংগ্রেস বিধায়ক। 

কংগ্রেসের অভিযোগ, শুধু ইয়েদুরাপ্পাই নন, তাদের এক বিধায়কের স্ত্রীকে ফোন করে মন্ত্রিত্ব অথবা ১৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন তাঁর ছেলে বিজয়েন্দ্র। 

আরও পড়ুন- কুমারস্বামীর প্রথম বিয়ের বছরেই জন্মেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী, বয়সের ফারাক ২৭ বছর

.