নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় রেণুকা সিংকে খোঁচা দিতে গিয়ে রামায়ণ টেনে এনেছিলেন নরেন্দ্র মোদী। এবার মোদীকে বিঁধতে মহাভারতের আশ্রয় নিল কংগ্রেস। আর তা করতে গিয়ে বিতর্কিত পোস্টার ব্যবহার করল রাহুল গান্ধীর দল।
রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে হাসছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। সে সময় কার্যত তাঁকে ধমক দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপর রেণুকাকে থামিয়ে নরেন্দ্র মোদী শ্লেষাত্নক খোঁচা দিয়ে বলেন, রামায়ণের পর এমন হাসি রেণুকার থেকেই ফের শুনতে পেলেন তিনি। এরপরই অট্টহাস্যে ফেটে পড়েন বিজেপি সাংসদরা। ঘটনার তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস। রেণুকার দাবি, মহিলাদের সম্মান করতে জানেন না মোদী।
ওই ঘটনার প্রেক্ষিতেই এবার বিতর্কিত পোস্টার দিয়েছেন যুব কংগ্রেস নেতা হাসিম আহমেদ। দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব দেখানো হয়েছে ওই পোস্টারে। সেখানে কৃষ্ণের ভূমিকায় স্বয়ং রাহুল গান্ধী, আর রেণুকা চৌধুরী দ্রৌপদীর সাজে। রয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী ও কিরেন রিজিজুও।
পোস্টারে লেখা, 'রক্ষমাম রাহুল ভাইয়া... একজন স্ত্রীর হাসি সহ্য হয়নি দুর্যোধনের। তারপর চিতা জ্বলেছিল একশো কৌরবের।'
হাসিবের কথায়, রাজ্যসভায় মহিলা সাংসদকে অসম্মান করেছেন প্রধানমন্ত্রী। উনি রামায়ণের কথা বলেছিলেন। আমরা তাই মহাভারতের শরণ নিলাম। গোটা দেশের কাছে মোদীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন- আবুধাবির যুবরাজের মুখে 'জয় শ্রী রাম', ভাইরাল ভিডিও
রেণুকাকে বস্ত্রহরণের হাত থেকে বাঁচাচ্ছেন রাহুল! বিতর্কিত পোস্টার কংগ্রেসের