রতন টাটার মন্তব্যে বিতর্ক ছড়াল বণিক মহলে

দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে কোনও কড়া কথা রতন টাটা বলেননি। টাটা সন্সের তরফে গতকাল এই দাবি করা হয়েছে। এর আগে একটি ইংরেজি দৈনিকে রতন টাটার সাক্ষাতকার নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ওই সাক্ষাতকারে দেশের শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ নিয়েই প্রশ্ন তুলেছেন রতন টাটা। ভারতের চেয়ে চিনে ব্যবসা করা সহজ বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার কারণেই ভারতের শিল্পক্ষেত্র চিনের শিল্পক্ষেত্রের চেয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন রতন টাটা। এর পাশাপাশি, কোনও প্রকল্পে ছাড়পত্র দিতে প্রশাসনের দীর্ঘসূত্রিতা, শুধুমাত্র টাকার বিচারে শিল্পের মূল্যায়ণ এবং সরকারের বিভিন্ন মহলে বিনিয়োগ নিয়ে নানা মুণির নানা মতের অভিযোগ করেন রতন টাটা।

Updated By: Dec 9, 2012, 11:23 PM IST

দেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে কোনও কড়া কথা রতন টাটা বলেননি। টাটা সন্সের তরফে গতকাল এই দাবি করা হয়েছে। এর আগে একটি ইংরেজি দৈনিকে রতন টাটার সাক্ষাতকার নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ওই সাক্ষাতকারে দেশের শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ নিয়েই প্রশ্ন তুলেছেন রতন টাটা। ভারতের চেয়ে চিনে ব্যবসা করা সহজ বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ, সরকারের নিষ্ক্রিয়তার কারণেই ভারতের শিল্পক্ষেত্র চিনের শিল্পক্ষেত্রের চেয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন রতন টাটা। এর পাশাপাশি, কোনও প্রকল্পে ছাড়পত্র দিতে প্রশাসনের দীর্ঘসূত্রিতা, শুধুমাত্র টাকার বিচারে শিল্পের মূল্যায়ণ এবং সরকারের বিভিন্ন মহলে বিনিয়োগ নিয়ে নানা মুণির নানা মতের অভিযোগ করেন রতন টাটা।
সাক্ষাত্কারটি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। তারপরই বিবৃতি দেয় টাটা সন্স। সংস্থার দাবি, ওই ইংরেজি দৈনিক রং চড়িয়ে রতন টাটার সাক্ষাতকার প্রকাশ করেছে।

.