ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
রাজ্যে বাসভাড়া বৃদ্ধি কার্যকর হওয়ার দিনই সাধারণ মানুষের কাছে আবার খারাপ খবর। ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। আরও মহার্ঘ হয়ে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন আকাশছোঁয়া। ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৬.৫০ টাকা বাড়াল ইন্ডিয়ান অয়েল। ফলে, ছয়ের বেশি প্রতিটি অতিরিক্ত সিলিন্ডারের জন্য কলকাতার ক্রেতাদের খরচ পড়বে ৯৫০ টাকা। দিল্লির ক্রেতাদের খরচ পড়বে ৯২২ টাকা।
রাজ্যে বাসভাড়া বৃদ্ধি কার্যকর হওয়ার দিনই সাধারণ মানুষের কাছে আবার খারাপ
খবর। ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। আরও মহার্ঘ হয়ে ভর্তুকি বিহীন
রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন আকাশছোঁয়া। ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৬.৫০ টাকা বাড়াল ইন্ডিয়ান অয়েল। ফলে, ছয়ের বেশি প্রতিটি অতিরিক্ত সিলিন্ডারের জন্য কলকাতার ক্রেতাদের খরচ পড়বে ৯৫০ টাকা। দিল্লির ক্রেতাদের খরচ পড়বে ৯২২ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে সিলিন্ডার পিছু দাম বেড়ে হবে যথাক্রমে ৯০৬.৫০ টাকা ও ৯১৫ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখন প্রতি মাসের এক তারিখে রান্নার গ্যাসের দাম পুনর্নির্ধারণ করছে।
আগের মাসের আমদানি খরচ ও ডলারের তুলনায় টাকার দামের প্রেক্ষিতে নির্ধারিত হচ্ছে নতুন দাম। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০৫.৫০ টাকা। উনিশ কেজির সিলিন্ডারের দাম ধার্য হয়েছে ১৫৫১ টাকা।