নিজস্ব প্রতিবেদন: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৩৭৮। বাড়ল মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের, আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন-


এখনও পর্যন্ত ১৯৯১ জন সুস্থ্য হয়েছেন।


আরও পড়ুন-রোহিঙ্গাদের সঙ্গে মিলল তবলিঘি জামাত যোগের প্রমাণ, সিল করা হল জম্মুর ২ এলাকা


দেশে সবচেয়ে আক্রান্ত রাজ্য হল মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২০২ জন। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। গোটা রাজ্যে আক্রান্ত ২৮৬ জন। মৃত্যু হয়েছে ১৯৪ জনের।


দেশে ১৪,৩৭৮ করোনা আক্রান্তের মধ্যে ৪২৯১ জনের সঙ্গে নিজামুদ্দিনের জামাতের সম্পর্ক রয়েছে।



অসমের ৯১ শতাংশ করোনা আক্রান্তের সঙ্গে জামাতের সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে।


দেশে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশ।


০-৪৫ বছরের রোগীদের মধ্যে মৃ্ত্যুর হার ১৪.৪ শতাংশ।


আরও পড়ুন-হিমালয়ের বন্ধু আল্পস! সুইস শৃঙ্গের চূড়ায় আলোকিত তেরঙা, করোনা—যুদ্ধে ঐক্যের ডাক


৪৫-৬০ বছরের মধ্যে মৃ্ত্যুর হার ১০.৩ শতাংশ।


৬০-৭৫ বছরের মধ্যে করোনায় মৃত্যুর হার ৩৩.০১ শতাংশ।


৭৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪২.২ শতাংশ।


শতাংশের হিসেবে এখনও পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩.৮৫ শতাংশ রোগী।


দেশের ২৩ রাজ্যের ৪৭ জেলায় করোনা মোকাবিলায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গত ২৮ দিনে সেখানে কোনও পজিটিভ কেস নেই।


দেশে ১৪,৩৭৮ করোনা রোগীর মধ্যে ৪২৯১ জনের সঙ্গে তবিলিঘি জামাতের সম্পর্ক রয়েছে। শতাংশের হিসেবে তা ১৯.৮ শতাংশ।


জামাত থেখে আক্রান্ত হয়েছেন ২৩ রাজ্যের মানুষ। তামিলনাড়ুর ৮৪ শতাংশ, দিল্লির ৬৩ শতাংশ, তেলঙ্গানার ৭৯ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ কোভিড রোগীর সঙ্গে তবলিঘির সম্পর্ক রয়েছে।