দেশজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১১,০০০ পার, গত ১৩ দিনে করোনার শিকার ১.২৫ লাখ

দিল্লি নিয়ে উদ্বিগ্ন আপ সরকার। তাদের হিসেব মতো ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে সাড় পাঁচ লাখে

Updated By: Jun 13, 2020, 02:09 PM IST
দেশজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১১,০০০ পার, গত ১৩ দিনে করোনার শিকার ১.২৫ লাখ

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৮,৯৯৩ জন। সবচেয়ে বড় বিষয় হল গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন, ১১,৪৫৮ জন। মৃতের সংখ্যা, ৮৮৮৪ জন।

আরও পড়ুন-দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ! আগামী ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে বজ্রবিদ্যুত্-সহ ভারি বৃষ্টি

# গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।

# গত ১৩ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১.২৫ লাখ মানুষ।

# জুন মাসে সংক্রমণের হার বাড়ছে। গত ১ জুন দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১,৯০,৫৩৫ জন। ১৩ জুন ওই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখে।
# সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। শুক্রবারই সেখান আক্রান্তের সংখ্যা ১ লাখ পার করেছে। মৃত ৩৪৯৩ জন।

# দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৬,০০০ পার করেছে। মৃত্যুর সংখ্যা ১২১৪ জন।

# তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪০,০০০ পার করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ১৯৮২ জন।

আরও পড়ুন-নিরাপত্তার ঘেরাটোপে থেকে করোনা থেকে রেহাই পাননি দুনিয়ায় এইসব তাবড় রাজনীতিবিদরা

# ভারতে করোনা আক্রান্ত সুস্থ হওয়ার হার কিছুটা বেড়েছে। এখন তা দাঁড়িয়ে ৪৯.৯৪ শতাংশে। সংখ্যার হিসেবে সুস্থ হয়েছেন ১,৫৪,৩৩০ জন।

# এদিকে, দিল্লি নিয়ে উদ্বিগ্ন আপ সরকার। তাদের হিসেব মতো ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াবে সাড় পাঁচ লাখে।

# লকডাউন করে সংক্রমণ ঠেকানের চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু আনলক হওয়ার পর দেখা যাচ্ছে সংক্রমণ বেড়েই চলেছে।

# বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসেম্বরের মধ্যে দেশের অর্ধেক মানুষ করোনা আক্রান্ত হয়ে যাবেন।

.