নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা সংক্রমণের গতি কমার কোনও লক্ষণ নেই। তবে আশার কথা হল আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার হারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আল-কায়দা যোগে NIA-এর জালে মুর্শিদাবাদের বাসিন্দা ৯ জঙ্গি, একনজরে চিনে নিন প্রত্যেককে


করোনা রোগী সুস্থ হওয়ার সংখ্যায় শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেল ভারত। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগীকে চিহ্নিত করা, তাকে পৃথক করা, চিকিত্সার মাধ্যমে এই সাফল্য এসেছে। 



এখনও পর্যন্ত ভারতে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা ৪২,০৮,৪৩১ জন। দুনিয়ায় সুস্থ হওয়া করোনা রোগীর ১৯ শতাংশ ভারতের। পাশাপাশি ডেনাল্ড ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১,৯১,৮৯৪ জন। শনিবার ভারতের করোনা রোগী সুস্থতার হার গিয়ে দাঁড়াল ৭৯.১৮ শতাংশে। 


আরও পড়ুন-রাজ্যে করোনায় মোট আক্রান্ত প্রায় ২ লাখ ২২, মোট মৃত বেড়ে ৪২৯৮


কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী সুস্থ হওয়ার রোগীর ৯০ শতাংশই ১৬ রাজ্যের। এর মধ্যে ৬০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন দেশের ৫ রাজ্যের। গত ১ দিনে মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ২২,০০ রোগী। শতাংশের হিসেবে যা ২৩ শতাংশ। অন্ধ্রপ্রদেশে সুস্থ হয়েছেন ১১,০০০ জন।