নিজস্ব প্রতিবেদন: অক্সফোর্ডের করোনা টিকার শেষপর্যায়ের ট্রায়াল এখনও শেষ হয়নি। টিকা নিয়ে এক স্বেচ্ছসেবক অসুস্থ হয়ে পড়ার পর ট্রায়াল বন্ধ হয়ে যায়। তবে তা ফের শুরু হয়েছে। ভারতেও করোনার টিকা নিয়ে ট্রায়াল চলছে। এর মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, আগামী বছর মার্চেই বাজারে চলে আসবে ভারতের তৈরি করোনার টিকা। কারও কোনও সন্দেহ থাকলে সেই টিকা আমিই প্রথম নেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সীমান্তে সুড়ঙ্গ খুঁড়ে ভারতে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তান, দাবি জম্মু-কাশ্মীরের ডিজির 


উল্লেখ্য, হর্ষ বর্ধন একসময় বলেছিলেন, এবছরের মধ্যে করোনার টিকা পেয়ে যাবে ভারত । তবে এবার আরও একটু সময় নিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে আজ বলা হয়েছে, টিকার নিরাপত্তা নিয়ে কারও কোনও আশঙ্কা থাকলে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন।


আরও পড়ুন-বিনা চিকিৎসায় সন্তান ও প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় আরজি কর ও মেডিক্যাল 


রবিবার তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। তবে এদিন টিকার বাজারে আসার কোনও নির্দিষ্ট তারিখের কথা না বললেও বছরের প্রথম তিন মাসের মধ্যে টিকা পেয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, টিকার নিরাপত্তা, দাম, সরবারহের বিষয়টিও হিসেবের মধ্যে রাখতে হবে। যাঁদের প্রথমে প্রয়োজন তাঁরাই পাবেন ওই টিকা। এক্ষেত্রে টাকা ব্যাপারটা বিচার্য নয়।