সীমান্তে সুড়ঙ্গ খুঁড়ে ভারতে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তান, দাবি জম্মু-কাশ্মীরের ডিজির

রবিবার সাম্বায় দিলবাগ সিং বলেন, 'আন্তর্জাতিক সীমানায় সুড়ঙ্গ খোঁড়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তান এভাবেও জঙ্গিদের ভারতে পাঠায়।' 

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 13, 2020, 11:21 PM IST
সীমান্তে সুড়ঙ্গ খুঁড়ে ভারতে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে পাকিস্তান, দাবি জম্মু-কাশ্মীরের ডিজির
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: সীমান্তের সুড়ঙ্গ খুঁড়ে ভারতে ঢুকে পড়ছে পাক জঙ্গি। শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে তাদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। তবে তা রুখতেও তৈরি সেনা। রবিবার এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজি দিলবাগ সিং।

আরও পড়ুন-নেপালে ভয়ঙ্কর ভূমিধসে চাপা পড়ে মৃত ১২, এখনও নিখোঁজ ২১ 

রবিবার সাম্বায় দিলবাগ সিং বলেন, 'আন্তর্জাতিক সীমানায় সুড়ঙ্গ খোঁড়ার ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তান এভাবেও জঙ্গিদের ভারতে পাঠায়।' সম্প্রতি সাম্বার গালহার গ্রামে ১৭০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে সেনা। গত ২৮ অগাস্ট ২০-২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গ খুজে পায় বিএসএফ।

আরও পড়ুন-পাঁচ টাকার কাজ করালে এক টাকা দিতে হয়, এবার কাটমানির কথা স্বীকার অনুব্রতর

ডিজি জানান, তদন্তে দেখা গিয়েছে ওই টানেলটি পাকিস্তান সীমানা থেকে খোঁড়া হয়েছিল জঙ্গিদের সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য। এলাকায় আরও কিছু ওই ধরনের টানেল রয়েছে কিনা তার খোঁজ করছে সেনা। সম্প্রতি দেখা গিয়েছে এম-১৬ রাইফেল পর্যন্ত ড্রোনের মাধ্যমে ভারতের মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে।

.